![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেম
একবার নয় বহুবার প্রেম এসেছে জীবনে
চকলেট হয়ে সবুজ ঘাস হয়ে
ঘাসফড়িং নিদ্রা কিংবা আরও অজ্ঞাত উপমা হয়ে
আরও আরও . . . . .. . .
প্রেমকে চকলেটের মত চুষেছি বহুবার সঙ্গোপনে
নিথর সত্যের অপলাপ
তন্দ্র ঘুরে নিদ্রার অবগাহন বেড়েই চলে
একাকিত্বের প্রহর ভেঙে সময়কে বহুবার অঙ্কশায়িত করেছে প্রেম
উন্মেলিত প্রকৃতির বিষবাষ্প নির্ঝরের কর্ণকুহরে কেবল অরণ্যে রোদন
মুঠো মুঠো প্রেম ঘাসফুল হয়ে ফিরে আসে
অস্তিত্বের ছায়া ঢাকা ক্যানভাসে
©somewhere in net ltd.