![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আধুনিকতা
শুধু পোশাকের মধ্যেই সীমাবদ্ধ অনেকের আধুনিকতা
উর্দিপরা কঙ্কালের নিচে বার্ধক্য
সময়ের বৈরি প্রহেলিকা ভারাক্রান্ত
আর সন্ধিগ্ধতায় সময়েই চিৎপটাং
অন্তঃকরণে মরিচা ধরেছে
হয়ত সেদিকে খেয়াল নেই নতুবা তা জ্ঞানেই আসে নি
বিচিত্র প্রাণীদের বিচিত্র রকমের ব্যস্ততা
কেই শেখায় কেউ শেখে
গালিচা ভরে তন্দ্রার দিবা নিদ্রা
তবু কেউ দেখায় কেউ দেখে
স্বার্থন্ধতায় কেউ দেয় কেউ বা নেয়
দেয়া নেওয়ার রঙমঞ্চে ক্লান্ত শ্রান্ত পৃথিবী
আর কত!
©somewhere in net ltd.