![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছার অপমৃত্যু
খররোদ্রে উষ্ণতার ভিতর একটুকরো ছায়া প্রেম হয়ে স্পন্দিত হয়
যৌবন উছলায় বহতা নদীর মত
তবু অতৃপ্তের বেদনা বারবার আহত হয় অতঃপর মৃত্যু
কঠিন বাস্তবতা হানা দেয় জীবনের দ্বারে
হিংস্র প্রাণীর মত সত্যের অপলাপ রোদন করে
সময়ের অজ্ঞাত কুঠুরি হতে ঘণ্টা বেজে ওঠে
ইচ্ছারা পুনঃ পুনঃ জন্ম নেয়
আর কঠিন বাস্তবতার ছোঁয়ায় কেবলি চলে তাদের অপমৃত্যু
©somewhere in net ltd.