![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানস রূপ
মাঝে মাঝে হৃদয় গহবরের ঘুমন্ত পশুটা জেগে ওঠে
নাড়াচাড়া করে রোদন করে
কুৎসিত থাবা হিংস্র থেকে আরও হিংস্রতর হয়
কাছের যুবতীদের কোমল মাংশ কামড়ে খাওয়ার জন্য
ব্যতিব্যস্ত সময়ের কোল জুড়ে সময়ের প্রপাগান্ডা
নির্বাক মেঘের অশ্রুশূন্য বিলাপ
জীবনের বাইসাইকেলের চাকায় গতি শ্লথ
কালের সাক্ষীর ভূমিকায় কেউ নেই
নিরাশার অথৈ গন্তব্যে জীবনের বদ্ধভূমিতে খাঁ খাঁ রোদ্দুর
বিমূর্ত উল্লাসের ছত্রছায়ায় জেগে ওঠা পশু পুনঃ ঘুমায়
স্বৈরাচারী ঘুম!
আবার কখন ঘুম ভাঙ্গে কে জানে!
©somewhere in net ltd.