![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কামের গন্ধ
বিনিদ্র রজনী পকেটে পুরে .. .. .. .. হাসে,বিবর্ণ ছেনালী হাসি
সারা রাত ধরে চলে অবিরাম বৃষ্টির নহরা,উন্মাতাল সাদা বৃষ্টি
শুভ লগ্নের শুভ আশিক বৃষ্টির জোয়ারে তলিয়ে যায়
ভাব চেতনা দূরে পরে রয়
গ্যালারির কক্ষপথ থেকে যেমন কোন নক্ষত্র
অতৃপ্ত বাসনা তৃপ্ততার বাসরে নিদ্রাচ্ছন্ন
প্রকৃতির দৈব জিজ্ঞাসা পথের সীমায় আত্মমগ্ন
লোলুপ বাসনার অর্ন্তজালে ছিদ্রান্বেষণের লেশও নেই
নির্বাক পথিক থমকে দাঁড়ায় যেন ইন্দ্রজালের অদৃশ্য হাতছানি
তার শরীর থেকে বেরিয়ে আসে কামের গন্ধ
আর কেউ নেই।
©somewhere in net ltd.