![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদগ্ধ প্রচ্ছদপট
জীবন ছায়াহ্ণে খাঁ খাঁ রোদ্দুর
তদুপরি বৈরি হাওয়ায় বাতায়নের রুদ্ধ দ্বার খুলে যায়
একমুঠু সুখ জরাগ্রস্থ
একমুঠু উল্লাস ব্যাটারি চালিত পুতুলের মত পিটপিট করে চায়
ছোঁয়া যায় না
নেপথ্যে চৈতির অভিমিশ্র প্রলাপ
কথ্যের পর কথ্যের গাঁথুনি
তবু ভঙ্গুর নগ্ন হৃদয় . . . . শুধুই মরীচিকাময়
ঐন্দ্রজালের ধূপছায়া বলগা হরিণের মত প্রকৃতির অনির্বাণ শিখা
কালের কূল নেই কেবল বিদগ্ধ প্রচ্ছদপট ধরে পথ চলা
দূরে কোন এক সুদূরের পানে।
©somewhere in net ltd.