![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্মৃতি
চোখে ঘুম নেই
নিদ্রারা ধর্মঘট করেছে
পুরনো স্মৃতি নড়েচড়ে ওঠে গাঁ ঝারা দেয় নিঃসঙ্গতায় রোদন করে
বহু প্রেমকে লুটেপুটে খেয়েছি
আবার সীমাহীন কষ্টের ধুম্রজালে মনের গভীরে বহু প্রেমের সমাধি গড়েছি
নির্জনে নিরালায় অশ্রু বিসর্জন করেছি
আবার মোচনও করেছি।
ভ্যাপসে স্মৃতির আস্তাকুঁড়ে জীবন।
©somewhere in net ltd.