![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমুষ্ঠি আলো
স্ত্তপকায় নির্বাক শব্দগুচ্ছের অনাড়ম্বর অভিলাস
অমানিশার করাল গ্রাসে অবলুপ্ত ভাষাহীন রোদনহীন নির্লিপ্ত আঁখির প্রজ্জ্বলন
জড়াজীর্ণ শব্দ বিথীকা উত্তাল নদীর মত ঢেউ ভেঙে আছড়ে পড়ে
জীবন ডাঙায় হতাশার ব্যাপক ভরাডুবি
সমস্যার পরিব্রাজক মুচকি হাসে
নতুনত্ব নেই
কিংবদন্তি নয় কেবল এক নির্লিপ্ত শিশুর ন্যায় আহাজারি
সমাধানের কাঙ্ক্ষিত সকল পথ কণ্টকিত
তবু পরাজয়ের আশু সম্ভাবনায় বিদগ্ধ নয় জীবন
ঝড়-বৃষ্টি আসলে পৃথিবী কী থেমে থাকে?
তবে জীবনই বা কেন থেমে থাকবে
সময়ের দুর্মর চাকা চলতেই থাকে
চারদিকে প্রদীপ নেই
তবু প্রদীপের প্রত্যাশা
অদূরে একমুষ্ঠি আলো
জীবন আলো
©somewhere in net ltd.