![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাঙচিল
সময়ের পিঠে হাঁটি নিঃশব্দে দুশ্চিন্তাহীন তবু আনন্দের কলেবর ছোট হয়ে আসে উচ্ছ্বাস ধোয়া হয়ে মিলিয়ে যায় সুনীল আকাশের গহনি থেকে গহীনে দিগন্ত থেকে দিগন্তের সীমারেখায় গাঙচিলের কানে তসুর নির্জলা কথন ব্যাপ্তি নেই স্থায়িত্বের গভীরে কুঠরের ঝনঝনানি আবেদনের বাসরে উচ্ছ্বাসের মুচকি হাসি মুহূর্তেই ম্লান অজানা শঙ্কায় ঢাক ঢোল পিটায় একমুঠো রোদ্দুর তদুপার বাসন্তীয় হাওয়ার উষ্ণ আমেজ . . . রক্তিম ঠোঁটে চুম্বনের তিলক আঁকে তবু আমি রিক্ত বন্ধু বৎসল গাঙচিল।
©somewhere in net ltd.