নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচিত শহর তবুও জায়গাটি অপরিচিত
কল্পিত স্বর্গের মন জুড়ানো বুনট নেই তিলকে তাল করার পাযতারা নেই
চিরায়ত প্রকৃতির নিংড়ানো নির্ঝাস পান করে অন্যরকম সাজে
ফুরফুরে হাওয়ার উন্মনা ছন্দে প্রজাপতির নৃত্য
সৌন্দর্য পিপাসুদের হৃদয় ছুঁয়ে দূর থেকে দূরান্তরে
প্রকৃতির অপরূপ সৌন্দর্যের অভয়ারণ্যে সৌখিন জুটিদের আনাগোনা
যারা সুদূর সাইপ্রাস থেকে আসে নাই,পার্শ্ববর্তী দেশ থেকে আসে নাই
শালিক টিযা ফিঙে ডাহুক শ্যামা এমনকি মাছরাঙ্গাও
ক্ষণে ক্ষণে অযথাই মিহি সুরে গান তোলে কালো কোকিল
শরৎচন্দ্র যাকে বলেছিল বসন্তের কোকিল !
ওদের যুগযন্ত্রনা থেকেও নেই
পাওয়ার আনন্দও তুচ্ছ আবার হারাবার বেদনাও ক্ষীণ
কেবল নতুন সাজে নতুনের মাঝে নতুন কিছুর পাওয়ার আশায়...
অদূরেই লালচে স্মৃতিফলকের পাশে ঝুপের মধ্যে দুটি কাক
আদিম সাজে... অতঃপর উধাও ।
©somewhere in net ltd.