নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলিমার নীলের ভাঁজে এক ফর্মা শুকনো আবেগ- রোদনহীন
উল্লাসের প্রস্বেদনের তীব্রতা ছুঁয়েও নির্বাক
হঠকারিতায় মনের তা খুলে শুকোতে দেই কার্তিকের ঠাণ্ডা রোদে
মনের ভাঁড়ারে পুরনো এঁদো গন্ধ – কত দিন হয় শুকাই না
বাংলার মানুষ পোড়া গন্ধে তা আরও ভারী হয়ে ওঠে- উঠতেই থাকে
সময়ের নীল গালিচায় কিংকর্তব্যবিমূঢ় সোনালি আবেগ ।
©somewhere in net ltd.