নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি এবং লেখি

সৃষ্টিশীল আলিম

ক্ষুদে সাহিত্যিক, সৃষ্টির নেশায় উন্মুখ

সৃষ্টিশীল আলিম › বিস্তারিত পোস্টঃ

প্রজাপতির উষ্ণ চুম্বন

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৬





সাহারা মরুভূমির সমস্ত উষ্ণতা আজ প্রজাপতির দৈহিক কলায়; তাই দেখে ঈষৎ লজ্জিত হোয়াংহো আর গোমতি ! মেঘালয়ের বিস্তৃত সৌন্দর্যের ঢালি প্রজাপতির বিনম্র চোখের পাতায়, ভঙ্গিল পর্বতের ন্যায় আরক্তিম ঠোঁটের কোণে নিখুঁত শিল্পের কারুকাজ, শরতের কাশফুলের মতই নরম চিবুক, শিল্পের শৈল্পিক নহরা কপাল ছুঁয়ে কপোলে, দেহের অন্ধকার প্রকোষ্ঠের গভীর থেকে গভীরে; তাজমহলের চিত্তাকর্ষক আল্পনা প্রজাপতির নিখুঁত কৌণিক কটিদেশ জুড়ে; শিল্প আর ভালবাসায় সিক্ত দৈহিক কলার প্রতিটি প্রচ্ছদপট; ট্রিলিয়ন ট্রিলিয়ন বছরের জমানো প্রত্যাশা আজ কেবলি উষ্ণতা, উল্লাসের বৈরি হাওয়ায় মুঠো মুঠো উষ্ণ চুম্বন প্রজাপতির শৈল্পিক ভাঁজের গহীন থেকে গহীনে; গহন আলোর নির্জন আকাশের তলায় নিরবতা নিভৃতে হকচকিয়ে চায়; শহরের কর্মকোলাহল থেকে অনেক দূরে, বিভূতিভূষণের আরণ্যকের গভীর অরণ্যে প্রজাপতিযুগল!





সিলেট

৩০.০৪.২০১৪



মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২০

মশিকুর বলেছেন:
কেন জানি কিছুই বুঝি নাই :( কবিতা কবিতা লাগলো। যাহোক... ব্যাপার নাহ


শুভকামনা।

০৯ ই মে, ২০১৪ রাত ১:২২

সৃষ্টিশীল আলিম বলেছেন: চেষ্টা তো করেছেন ! মনে হয় কবিতাই ! আবারও পড়েন, বাংলা ভাষাতেই তো লেখা আশা করি পাঠোদ্ধার করা সম্ভব। অনেক অনেক শুভ কামনা এবং ভালবাসা । @মশিকুর

২| ০৯ ই মে, ২০১৪ রাত ২:১৩

মশিকুর বলেছেন:
থাক ভাই! এইটা কবিতা এবং বাংলা ভাষাতেই লেখা! এই দুইটা তথ্য জানতে পেরেই আপাতত আমি খুশি :) :)

৩| ০৯ ই মে, ২০১৪ রাত ২:৩৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পাঠ শ্রুতিমধুর ছিলো।
শব্দ, উপমার ছড়াছড়ি রঙ বাড়িয়েছে।

কিন্তু মূল বিষয় কি মাথায় এলো না।
পাঠক হিসেবে ব্যর্থ।

০৯ ই মে, ২০১৪ রাত ৮:১১

সৃষ্টিশীল আলিম বলেছেন: লেখাটি আপনার দৃষ্টিগোচর হয়েছে এজন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ । আমি নিজেও অনেকটা অবাক - কেন যে আপনাদের বোঝাতে পারছি না? যাই হোক আশা করি আগামিতে জটিলতা কেটে যাবে। শুভ কামনা এবং ভালবাসা @আশরাফুল ইসলাম দূর্জয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.