নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘাসফড়িংরা কখনোই কাছে আসে না, তবে পাশা পাশি থাকে । কাল থেকে কালান্তরে ওরা জন্ম নেয় পৃথিবীর গর্ভে এঁদো নির্জনতায়। শতাব্দির কোল জুড়ে চলে তাদের ভাঙ্গা গড়ার খেলা; দৈহিক কিংবা মানবিক সব সম্পর্কই আপেক্ষিক, প্রকৃতির রূপ-রস-গন্ধ ছুুঁয়ে ওরা বেঁচে থাকে জীবন্মৃত শাপলা শালুকের মত ! অস্তিত্বের ছায়া ঢাকা ক্যানভাসে পরিবর্তনের রঙ ঘোলাটে তবুও প্রজননের কালিক রেখায় ঘাসফড়িংয়ের গুচ্ছ গুচ্ছ প্রেম ধূসর।
সিলেট
০৮.০৫.২০১৪
©somewhere in net ltd.