নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার নয় বহুবার প্রেম এসেছে জীবনে - চকলেট হয়ে, সবুজ ঘাস হয়ে, প্রজাপতি নিদ্রা কিংবা আরও অজ্ঞাত উপমা হয়ে; আরও আরও . . .নিথর সত্যের অপলাপ; তন্দ্রা ঘুরে নিদ্রার অবগাহন বেড়েই চলে, একাকিত্বের প্রহর ভেঙে সময়কে বহুবার অঙ্কশায়িত করেছে প্রেম; উন্মেলিত প্রকৃতির বিষবাষ্প নির্ঝরের কর্ণকুহরে কেবল অরণ্যে রোদন; মুঠো মুঠো প্রেম ঘাসফুল হয়ে ফিরে আসে অস্তিত্বের ছায়া ঢাকা ক্যানভাসে; তবুও ভালবাসার রংধনু ধূসর !
১৩.০৫,২০১৪
টিলাগড়,সিলেট
©somewhere in net ltd.