নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..
আশ্চর্য হওয়ার কিছু নেই- আমি তোমার কাছে নীলিমার সব নীল চাই নি–চাই নি আলাদীনের সেই বিষ্ময়ী চেরাগ! নক্ষত্রের ভাঁজে ভাঁজে ফোঁটা আলোর ফুলকিমালা চাই নি- চাই নি তোমার নরম তুলতুলে গালে রোদ্দুরের ন্যায় ছুঁয়ে দিতে - ‘একুশের গল্পের’ তপুর মত হাত ছুঁয়ে অনন্তকাল পথ চলতে-টিপটিপ বৃষ্টির শরীর ছুঁয়ে যাওয়ার মত ছুঁয়ে দিতে-বিশ্বাস করো মেঘবালিকা-তোমার আমাজানের ন্যায় হৃদয়ে কখনোই চাষাবাদ চাই নি, কেবল চেয়েছি–তোমায় একটু শুনতে-যে কাঙ্ক্ষিত স্বরের মুর্ছনায় সমুদ্রের পুঞ্জত পুঞ্জত সংক্ষুব্ধ কোলাহল থেমে যায়- গ্রীষ্ম তার দাবদাহ ভুলে যায়-
ওগো মেঘবালিকা, তুমি কি শুনছো?
হৃদয় জুড়ে আমার এখন খাঁ খাঁ রোদ্দুর- চিন্তার চৌরাঙ্গীতে মৃত আকাঙ্ক্ষার ভ্যাঁপাসে গন্ধ।
......................................
টিলাগড়, সিলেট
২৫.০৫.২০১৪
©somewhere in net ltd.