নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুঞ্জিভূত কামনাগুলো জলে স্নান করাই – নৈতিকতার হাতুরি দিয়ে মেরামত করি – কি করবো বলো–তুমি তো আর পাশে নেই – তুমি এখন ঘন কুয়াশা – অচেনা নদীর অন্য পাড়ে তোমার বাস – তাতে কি? রেল সড়কের না হয় দুটো লাইন, তবুও তো কাছের - একে অপরের সেই ভাল।
.................................................
০৫.০৬.২০১৪
টিলাগড়, সিলেট
০৭ ই জুন, ২০১৪ রাত ১২:৫৩
সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্য হলাম। আজকের পৃথিবীর সব মুগ্ধতা ছুঁয়ে যাক আপনার সাজানো সুন্দর। অনেক ভাল থাকুন।@তানিয়া হাসান খান
©somewhere in net ltd.
১| ০৬ ই জুন, ২০১৪ রাত ১:৩৯
তানিয়া হাসান খান বলেছেন: অনেক সুন্দর কথা তো!