নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সভ্যতা কর্ষণ করে সব প্রযুক্তি দিব, নিবে? আকাশ দোহন করে দেব সব নীল–সমুদ্র লুট করে নিয়ে আসবো সব সুমধুর গর্জন–চন্দ্র্রের কাছ থেকে নিয়ে আসবো স্নিগ্ধ জোছনা; বৃষ্টির কাছ থেকে নিয়ে আসবো ভাললাগার ছন্দ–সাদামেঘের বুক চিড়ে নিয়ে আসবো একমুঠো রোদ্দুর–তোমার স্বপ্ন রাঙাতে কুরিল দ্বীপের নিটোল নির্জনতা দিব- নয়াগ্রা জলপ্রপাতের সমস্ত সৌন্দর্য এঁকে দিব তোমার হৃদয় ক্যানভাসে- যদি চাও তোমার ঐ উষ্ণ বুকে রাশিয়ার বৈকাল হ্রদের সব শীতলতা দেব- রূপসী বাংলার সমগ্র সবুজের আল্পনায় রাঙিয়ে দেব তোমার হৃদয়- বিনিময়ে একটু ভালবাসা দিবে?
.................................................
২২ জুন, ২০১৪ খ্রিস্টাব্দ
বোরহানবাগ, টিলাগড়, সিলেট
©somewhere in net ltd.