নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিশ্ববিদ্যালয় এখনো নির্মাণাধীন–সন্ধির ‘নিপাতনে সিদ্ধ’র’ হাট-বাজারের পাশে–প্রকৃতি প্রত্যয়ের জটিল সূত্রের আল্পনায় আঁকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস–সমাসের ছত্রছায়ায় উলঙ্গ ইচ্ছেরা মৃদঙ্গ বাজায় প্রত্যাশার গোল চত্বরে–অদূরে কারক বিভক্তির ছায়ার নিচে একটুকরো অধরা প্রেম–অদ্ভূত বিকেলের ম্লান আলোর মত–অস্তিত্ব বুঝা যায়, কেবল ছোঁয়া যায় না–কাকভেজা প্রেম উপসর্গের আদলে কাছে আসে আর বাক্য সংকোচনের সরে যায়–পৌনঃপুনিকতার আবর্তে অধরা প্রেমর ইচ্ছা বিলাস।
.................................................
৯ জুলাই, ২০১৪ খ্রিস্টাব্দ
টিলাগড়, সিলেট
©somewhere in net ltd.