নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের ঘর কখনো শূন্য থাকে না, প্রকৃতি শূন্যস্থানে বিশ্বাস করে না বলে–বিশ্বাসেরই আজ বিশ্বাসের অভাব–মিথ্যের হাট-বাজারে তোমারে নিত্য ব্রান্ডড পণ্য উৎপাদন রীতিমত এরশাদকেও হার মানিয়েছে–কৌশলের পাঠশালায় বারাক ওবামাও তোমার কাছে নস্যি–আলালের ঘরের দুলাল’য়ের ‘ঠকচাচা’ও আজ লজ্জা পেত তোমার সূক্ষ্ম কৌশলের কাছে– উলুপাড়ার দুষ্টু প্রাগৈতিহাসিক উলুরাও স্তম্ভিত তোমার বিষ্ময়ী দ্বৈত নীতির দেখে–ভাগ্যিস মার্কিন কূটনৈতিক ড্যান মজিনা এখনো তোমার সাফল্য জানে নি ! জানলে হয়ত এ বুড়ো বয়সে প্রাইভেট পড়ার জন্য আসতো–বাপ রে! পারও বটে !
.................................................
১০ জুলাই, ২০১৪ খ্রিস্টাব্দ
জাফলং, সিলেট
©somewhere in net ltd.