নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার চোখের ব্যালকনিতে তৃতীয় বিশ্বযুদ্ধের ছাপ ক্যানভাসের রঙ তুলিতে বিভৎস সাজে; দৃষ্টির উত্তর মেরুতে কামনার রজ্জু বেয়ে নামে Open Secret পরাশক্তি! আর দক্ষিণ মেরু ঢাকা পড়ে আছে প্রাগৈতিহাসিক পৌরাণিক অধ্যায়। তোমার চিন্তার নিরক্ষীয় অঞ্চল জুড়ে ভ্যাঁপাসে মরীচিকা স্নান করে চলেছে শিয়াল শামুকের মত। তোমার হৃদয়ের চৌরাঙ্গীতে আজ বিশ্বায়নের বৈরি হাওয়া- কোথাও হেমন্তের স্নিগ্ধতা নেই। তবুও তুমি সুখী first world এর মত।
.......................
মুনশি আলিম
২৬.১০.২০১৪
জাফলং, সিলেট
©somewhere in net ltd.