নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি এবং লেখি

সৃষ্টিশীল আলিম

ক্ষুদে সাহিত্যিক, সৃষ্টির নেশায় উন্মুখ

সৃষ্টিশীল আলিম › বিস্তারিত পোস্টঃ

ছড়া

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫২





প্রিয়া

.........................................................

নামটি তোমার তিন অক্ষরের

শুনতে চমৎকার

যেমনি রূপ তেমনি চাহনি

অপূর্ব সে বাহার।

মুখটি তোমার ভার করে

থেকো নাকো বসে

প্রাণটা আমার জুড়িয়ে যাক

দাও না একটু হেসে।

সময় মতো হয় না বসা

পড়ার ঘরেতে

তোমায় নিয়ে ভাবি আমি

সন্ধ্যা প্রভাতে।

পড়ার ঘরে বসে আমি

দিয়ে গালে হাত

চুপটি করে বসেই ভাবি

তুমি প্রাণনাথ।

চোখটি তোমার টানাটানা

বকের চোখের মত

তোমায় নিয়ে গর্ব করি

আপন মনে কত।

বকের মতই লম্বা তুমি

বকের মতই ঠ্যাং

তাহার মতই চল তুমি

পেরে ঢ্যাং ঢ্যাং।

সব মিলিয়ে বন্ধু তুমি

লম্বা একটি বক

তোমার সাথে প্রেম করিতে

তাইতো এতো শখ!

এমনি ভাবে সময় আমার

কাটছে দিনক্ষণ

তুমিই হবে জীবন সাথী

বলছে আমার মন।



..............................

মুনশি আলিম

২৬.০১.২০০৩

বৈশিষ্ট্য: স্বরবৃত্ত ছন্দে রচিত। মূলপর্ব ৪ মাত্রার, তবে শেষ পর্ব অপূর্ণ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.