নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি এবং লেখি

সৃষ্টিশীল আলিম

ক্ষুদে সাহিত্যিক, সৃষ্টির নেশায় উন্মুখ

সৃষ্টিশীল আলিম › বিস্তারিত পোস্টঃ

মুনশি আলিমের সেরা ১৭ (সতেরটি) কবিতা

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১০

মধ্যবিত্ত আকাশ

-----------------------------------------------------------------------



ললিপকের মতো সকালের রোদ খেয়ে কী আর মন ভরে?

তাই কুয়াশার চাদরে ঢাকা শীতবুড়িকে গোপনে চুম্বনে চুম্বনে উষ্ণ করে তুলি

আর মৃদু স্বরে বলি - পৃথিবীতে বারুদ নয় ভালোবাসার বৃষ্টি বর্ষিত হোক;

ভিখিরির থালার মতো আমাদের মুখ আদমের নিঃসঙ্গতাকে পুনঃপুন আলিঙ্গন করে।

গন্ধমের নেশায় এখনও অস্থির পৃথিবীর কূটনীতিক ক্যানভাস।

চাহিদার নুনাজলে ভ্রষ্টতার তরী ব্যবিলন, সুমেরু হয়ে বৈশ্বিক অলিতে গলিতে।

প্রাচীন সভ্যতার দানপত্রে ন্যায়ের প্রলেপ লাগিয়ে নতুন করে তুলি আমাদের লোভের আকাশ।

নিঃসঙ্কোচে অনুভূতির জানালা খুলে চিন্তার ব্যাকরণ নিয়ে বসি;

অনুভূতির মধ্যবিত্ত আকাশ বড়ই অদ্ভুত।



--------------------

১৫.১২.২০১৪

মুনশি আলিম

বোরহানবাগ, পূর্ব শিবগঞ্জ, সিলেট









ম্যাডাম

-----------------------------

ম্যাডাম, ম্যাডাম গো

আপনারে দেকলে আমার মুনের মইধ্যে ক্যামুন ক্যামুন যেন করে;

বুঝি, কিন্তুক ঠিক বুঝাইবার পারি না।

জলপট্টির লাহান আপনার চোহে খালি মায়া আর মায়া!

ম্যাডাম, ম্যাডাম গো

আপনার ঠোঁট প্রিয়াঙ্কা চোপড়ার লাহান এত সুন্দর ক্যারে?

আলোর দরজা খুইল্ল্যা যহন আপনার জ্যামেতিক নাকডা দেহি

তহন মুনে কয় ভিঞ্চির মোনালিসার লাহান আমিও আপনারে আঁইক্যা ফালাই;

ত্বয়, আট পেপারে না-

কই আঁকমু জানেন?

ম্যাডাম, ম্যাডাম গো

আপনি হাসতাছেন?

খইলসা মাছের লাহান হাসবারও পারেন!

হাসবানি তো - যাগো হাসি মোনালিসার লাহান অদ্ভুত সুন্দর তারা তো হাসবোই

না, না, অমুন কইরা চায়েন না

শরম লাগে, পুরুষ মানুষ অইছি তো কি অইছে!

ম্যাডাম, ম্যাডাম গো

জানেন, রাইতে মুনের দরজা খুইল্ল্যা রাহি

আটকাপরা স্বপ্নরা যাতে আপনার মুনের বাড়ি থাইক্যা ঘুইরা আইবার পারে;

আর দিনের বেলা কি করি জানেন?

পুরান স্বপ্নগুলারে রোইদে হুকাই, ভাঁপা পিঠার লাহান সেঁক দেই;

ক্যান, ক্যান দেই জানেন?

বহু বছর আগে স্রস্টার আরশ থাইক্যা সাধ কিনা আনছিলাম, সাধ্যটা কিনবার পারি নাই...

ম্যাডাম, ম্যাডাম গো

আমি অহন যাই

কত্ত কাম...

রোইদের জলে গোসল করমু

চিন্তার দরজা খুইল্ল্যা ঐগুলারে মেরামত করমু;

এক পাহাড় স্বপ্নের মধ্যে ছত্রাক বাসা বানছে

দেহি ধুইবার পারিনি!

ভালো থাইকেন গো মেডাম, ভালো থাইকেন।



----------------------------

১৯.১২.২০১৪

মুনশি আলিম

পূর্ব শিবগঞ্জ, সিলেট





তৃতীয় বিশ্বের দরিদ্র প্রেমিক

------------------------------------------------------------------------



তোমার উচ্চবিত্ত আকাশে হেলান দিয়ে নিরীহ স্বপ্নেরা আঁকিবুঁকি করে চলছে ট্রিলিয়ন বছর ধরে। বৈষ্ণিক উষ্ণতা গায়ে মেখে বড়ই অদ্ভুত তোমার চিন্তার মেরু অঞ্চল

তোমার দৈহিক ব্যাকরণের নিরক্ষীয় অঞ্চল জুড়ে নিষিদ্ধ গন্ধমের সুভাসে তৃতীয় বিশ্বের দরিদ্র প্রেমিকেরা এখন দারিদ্র্য সীমার নিচে।



----------------------------

১৮.১২.২০১৪

মুনশি আলিম

টিলাগড়, সিলেট





অবৈধ সভ্যতা

-----------------------------------------------------------------------

ডিজিটাল ক্যামেরার লেন্স জুড়ে একটি বিপন্ন সভ্যতা

ঘুমকাতুরে বিবেকের পাঠশালায় চড়াট করে অসমাপ্ত অপেক্ষা নোঙর ফেলে

রিমোটহীন বৈশ্বিক ক্যানভাস চুয়ে নামে স্খলিত শব্দের ঢল

অবৈধ সভ্যতার বৈধ স্থপতি আমরা

শক্তিজলের সমুদ্রে স্নান করে প্রজন্ম থেকে প্রজন্মান্তরের পথে।

----------------------------

১৮.১২.২০১৪

মুনশি আলিম

টিলাগড়, সিলেট





নগ্ন ঈশ্বর;

------------------------------------------------------------------------

সভ্যতার ব্যালকনির অন্ধগলি জুড়ে প্রাগৈতিহাসিক ক্ষুধা রোমাঞ্চের ক্যানভাসে ঢেকুর তুলে; অন্ধকার চেটেপুটে খেয়ে চিন্তার আদিম গুহায় নগ্ন ঈশ্বর; বৈশ্বিক আকাশ জুড়ে যৌনবৃষ্টি প্রাচ্য পাশ্চাত্যের দেয়াল ডিঙিয়ে ময়নাদ্বীপের পথে।

--------------------------------

১২. ১২.২০১৪

মুনশি আলিম

জাফলং, সিলেট





স্বামীরাই গর্ভবতী

----------------------------------------------------

গোধূলীর মতো অফুরান প্রাণের সার্বজনীন বউ আজ কোথাও নেই - যে সাহিত্যের মাত্রা ধরে হাঁটবে অনন্তকাল, পূর্ণিমার ভরা জোছনা চেটেপুটে খেয়ে কবিতার বাসরে স্নান করবে - শাদা মেঘের বুক দোহন করে তৃপ্তির ঢেকুর তুলবে - প্রজাপতির আল্পনায় বিশ্ব সাজাবে; শাব্দিক প্রজননের পাবলিক ক্যাম্পাস জুড়ে শুভ্রতা ছড়াবে - কালিক ক্যানভাসে আজ দুষ্প্রাপ্য সার্বজনীন বউ! অস্পৃশ্য উষ্ণতা গলাধঃকরণ করে এখনো চিন্তার চরাঞ্চলে সব স্বামীরাই গর্ভবতী।

--------------------------------

১৩. ১২.২০১৪

মুনশি আলিম

জাফলং, সিলেট





আলোর বিস্ফোরণ

----------------------------------------------------------

হাস্যরসের মদ্যপান করে তোমাকে যখন এক পৃথিবী আদর দিলাম,

তুমি তখন রাত্রির অন্ধকার চেটেপুটে খেয়ে বললে- চল চাঁদের দুধে স্নান করি

আমি তখন মুগ্ধতার অন্দর মহলের মাত্রা ধরে হাঁটি

কিন্তু তুমি?

তুমি তখন মনের বার্ধক্যের বীজতলায় দীর্ঘশ্বাস চাষাবাদ করো

তোমার মস্তিষ্কের অলস টেলিভিশন কেন্দ্রে তখনো এক পৃথিবী আলোর বিস্ফোরণ



--------------------------------

০৭. ১২.২০১৪

মুনশি আলিম

জাফলং, সিলেট





রাত্রির ব্যাকরণ!

----------------------------------------------------

নীতির দরজায় কবাট অতঃপর তোমার তৃতীয় চোখ জুড়ে নামে বৈশ্বিক উষ্ণতা।

হাজার বছরের ঐতিহ্যে স্নান করা চৈনিক সভ্যতার কারুকাজ তোমার শরীর জুড়ে।

মিশরীয় সভ্যতার সুগন্ধি গলাধকরণ করে তুমি এখন বয়সী সুন্দরী!

আদর্শের দ্রাঘিমা রেখায় ঘুঙুর পড়া নৃত্যের বিদগ্ধ ক্যানভাস

পোয়াতি অন্ধকারে যৌনি জুড়ে প্রাগৈতিহাসিকতার প্রচ্ছদপট

ভাবের ওলানে একমুঠো ইচ্ছের যৌনতা অতৃপ্ততার ঢেকুর তোলে

চাহিদার শিল্পাঞ্চলে খাঁ খাঁ রোদ্দুর।

বোধের ভিতর থেকে শীতবুড়ির গোপন চুম্বন কুয়াশার ভিতর দিয়ে রাত্রির পথে।

অথচ তুমি এখনো জানলেই না রাত্রির ব্যাকরণ!

--------------------------------

০৬. ১২.২০১৪

মুনশি আলিম

জাফলং, সিলেট





প্রেমিকা আজ ঈশ্বরী হওয়ার পথে

--------------------------------------------

পুরনো প্রেমিকা পুরাণের ভিতর দিয়ে চোখ মেলে,

ঈশ্বরীর মতো গোপন চোখের রজ্জু বেয়ে নামে ন্যাংটো প্রেমের বিকৃত লাশ।

রোমাঞ্চিত ইতিহাসের গন্ধ শুঁকে অস্থির আমার মধ্যবিত্ত আকাশ।

ভালোবাসার সোঁদাগন্ধে বহুকাল ধরেই চলছে নষ্টালজিয়ার চাষ।

এখনো অনেক আকাশ জুড়ে পুরনো প্রেমিকা

কালের গ্রন্থি মোচনে শামুকের মতোই নির্লিপ্ত।

স্মৃতির পৃষ্ঠা জুড়ে প্রেমিকার চুম্বন ডায়ানা, জোলিয়েট হয়ে ফিরে আসে দৃশ্যকল্পের ছায়াঢাকা ক্যানভাসে।

গোধূলীর সূর্যের মতোই আরক্তিম ঠোঁট,

সাদা গোলাপের মতোই শুভ্র স্তনের শিল্পাঞ্চল জুড়ে বহুকাল ধরে চলছে সাহিত্যের মেলা।

ইতিহাস ছুঁয়ে প্রেমিকার গর্ভে সাহিত্যের ডিম্বানু ঘন থেকে ঘনতর।

প্রজন্মান্তরের গোপন ঠোঁটে চুম্বন দিয়ে প্রেমিকা আজ ঈশ্বরী হওয়ার পথে।





--------------------------------

০৫. ১২.২০১৪

মুনশি আলিম

জাফলং, সিলেট





নিদ্রা চাষ

------------------------------------------------------------

মেঘবালিকা

তোমার চুম্বনের পাঠশালায় এখন গ্রীষ্মকাল। বনেদি যৌবনের শিল্পাঞ্চল জুড়ে খাঁ খাঁ রোদ্দুর। প্রত্যাশার স্যান্ডো গ্যাঞ্জি গায়ে দিয়ে স্বপ্নকে চুরটের মতো সেঁকছো প্রাগৈতিহাসিক কাল থেকে সে কি আর বুঝি না!

মেঘবালিকা, অভিমানের তীর ছুড়ে কতটা পৃষ্ঠা ছিড়বে সময়ের?

রাত্রি দোহন করে আর কতকাল চলবে নিদ্রা চাষ? পারবে কি?

আমি যে পারি না - পুরনো চিন্তার ছায়ায় আবেগ রোমন্থন করতে !

গ্রীষ্মের রোদ্রজলে স্নান করে তোমার পোয়াতি স্বপ্নেরা এখন ডিজিটাল হওয়ার পথে।

----------------------------

মুনশি আলিম

পূর্ব শিবগঞ্জ, সিলেট

০৪.১২. ২০১৪







বউপাঠ


----------------------------------------------------------------------

অনন্তকাল ধরে বউপাঠ করে আসছে কালের যুবাপুরুষ - তবু বুঝাপড়া থাকে বোধের বাইরে। মনের ঘরে সৌখিন প্রলেপ দিয়ে নিদ্রা চাষ করে কামের দেবতা। স্বপ্নের ব্যালকনিতে অঘোরে নিত্যই চলে বউপাঠ

------------------------------

০২.১২.২০১৪

মুনশি আলিম

পূর্ব শিবগঞ্জ, সিলেট











ক্যানসার

---------------------------------------------------------------

প্রিয়ার মতো শীত বুড়িকে উষ্ণ চুম্বনে শতায়ু করে দিয়েছে কবির কলম,

কেইবা জানত, আজকাল কলমেরও যে ক্যানসার হয়?

মহাবিশ্বের সমস্ত চুম্বনের রসদ নিয়ে কবির কলম এখন অমরত্ব লাভের পথে।

----------------------------

০১.১২.২০১৪

মুনশি আলিম

জাফলং, সিলেট





আদম সুরত

--------------------------------------------------------------

বড়ই অদ্ভুত! তোমার চোখ জুড়ে এখন হেমন্তের রোদ্রজল নেই

বুকের স্পন্দনের নিরক্ষীয় অঞ্চল জুড়ে নেই আকাঙ্ক্ষার বসতি;

তুমি এখনো জানলেই না

শামুকের মতো তোমার নিরুত্তাপ বুক জুড়ে কয়েকশ বছর ধরে চলছে উষ্ণতার চাষাবাদ, তুমি জানলেই না

পাউরুটির মতো তোমার উর্বর শরীর জুড়ে আজ বাবা আদমের পুং বংশধরদের ঘনায়মান হইহুল্লোর

তুমি জানলেই না

শতাব্দী ধরে তোমার গহীন অরণ্যে দাপটের সঙ্গে চলছে সৈরাচারী চাষাবাদ,

তবুও কালের দর্পণে আদম সুরতে উজ্জ্বল সভ্যতার ক্যালিওগ্রাফি।

------------------

২৯.১১.২০১৪

মুনশি আলিম

জাফলং, সিলেট







এখনো অসহায়

------------------------------------------------------------------------

ঘুমভাঙ্গা রাত্রির কুয়াশা ভেদ করে কে যেন ডেকে ওঠে

চাকচিক্যের জোয়ানী একটা অদম্য পাহাড়কে দাবড়িয়ে কে তুমি সুদূর পৌরাণিক ক্যানভাসে?

ভাবের নীলিমায় গগণহীন ভিন্ন সাহসিকতার দণ্ড

মারমুখী কোন চেতনার বহিরাঙ্গে মানুষ এখনো অসহায়।



---------------------------

25.10.2014

মুনশি আলিম,

জাফলং, সিলেট



বিকৃত ক্ষুধা

----------------------------------------------------



আমাদের কথন জুড়ে এখন নিটোল বর্ষাকাল- চিন্তার ব্যাকরণের নিরক্ষীয় অঞ্চল জুড়ে যান্ত্রিক আবেগ উকুন মারার ইতিহাস রচনার পথে- বিকিনি পড়া স্বপ্ন জুড়ে পুরনো ক্যানসার শতাব্দী ধরে অজানাই রয়ে গেল- নগ্ন লেজুরবৃত্তির বাতিক ক্যানভাসে ভিখিরির প্লেটের মতো অসহায় আমাদের মুখ - পৃথিবী আজ বিকৃত ক্ষুধার ফাঁদে বন্দী।



---------------

মুনশি আলিম,

পূর্বশিবগঞ্জ, সিলেট





ঈশ্বর হওয়ার পথে

----------------------------------------------------------------

শতাব্দী ধরে ঘুঙুরপড়া অন্ধকার গলাধকরণ করে এখন আছি সময়ের ন্যাংটো পথে

কেউ জানলেই না-শ্মশানের মতোই শব্দহীন আমার ভেতর ক্ষরণের বাজার বসে রোজ

যৌবনের গায়ে হলুদ মেখে আমি এখন ঈশ্বর হওয়ার পথে।



-------------------

২৬.১১.২০১৪

মুনশি আলিম

পূর্ব শিবগঞ্জ, সিলেট







কামের নেশা

---------------------------------------------------------------------------



ইতিহাসের দীর্ঘ জ্যামেতিক সড়ক পাড়ি দিয়ে পৃথিবীর দোরগোরায় ভিখু হয়ে বসে আছি - পুরাণের ভিতর থেকে কামের দেবতা চোখ মেলে, নেংটো চোখ - সিগারেটের নেশার মতোই এখন আমার আমার কামের নেশা প্রাগৈতিহাসিক অন্ধ গলির পথে।



-------------------

২৫.১১.২০১৪

মুনশি আলিম

জাফলং, সিলেট

Email: [email protected]

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

মামুন রশিদ বলেছেন: আপনাকে শুভেচ্ছা জানাতে আসলাম । কবিতা পড়ব, সময় করে ।

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্য হলাম। ট্রিলিয়ন ট্রিলিয়ন কৃতজ্ঞতা। প্রিয় @মামুন রশিদ

২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতাগুচ্ছ ভালো লেগেছে! শুভ কামনা জানবেন!

২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪

সৃষ্টিশীল আলিম বলেছেন: এক পৃথিবী ভালোবাসা জানবেন। @কাল্পনিক_ভালোবাসা

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সবগুলোই সুন্দর ---

২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৫

সৃষ্টিশীল আলিম বলেছেন: একফর্মা নির্ভেজাল ভালোবাসা জানবেন। শুভ কামনা সতত। প্রিয় @লাইলী আরজুমান খানম লায়লা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.