নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার অবহেলায় পৃথিবীর ঠোঁট বেয়ে নামে দীর্ঘশ্বাস
মহাকাল থেকে খসে পড়ে নিঃস্বার স্বপন
রোদনের মৃত গন্ধ শুঁকে তবুও হিজলতলায় জন্ম নেয় গুচ্ছ গুচ্ছ প্র্রেম
চুম্বনসমগ্রের সুবাস নিয়ে অবহেলা প্র্রেম হয়ে ফিরে আসে মৃত্তিকা শরীরে
তোমার বাঁকা চোখের চাহনিতে একঝাঁক বোদ্দুর
খলসের মতো হেসে জননকেন্দ্র্রের রহস্যময় উপবৃত্তের পথে হাঁটছে কয়েক শতাব্দী থেকে
সন্নিহিত ভালোবাসার উত্তাপে বিগত শতাব্দী এখনও ঋণি
ক্ষুধাতুর চোখের করিডোরে নির্লপ্ততার অন্তর্বয়ান ভবলীলায় মহাকাব্য বুনট করে চলছে
শিরি-ফরহাদ, লায়লী-মজনু, রোমিও-জোলিয়েটদের সরল প্রেম
অনেক আগেই বিদায় নিয়েছে পৃথিবীর কলাবাগান থেকে;
বিশ্বায়নের থাবায় ভিখরির প্রেমতত্ত্বও এখন জটিল থেকে জটিলতর
প্রেমের শরীর জুড়ে কেবল কামের গন্ধ
চাহিদার কুরুক্ষেত্রে যুদ্ধিষ্ঠির, জিউস, রাবণসহ আমাদের পৌরাণিক পূর্বপুরুষ গোলীয় উপবৃত্তের কেন্দ্রবিন্দুতে
সুভাষণের মহাবিশ্বে তকমা লাগিয়ে চলছে পুরোহিত প্রেমিক
ভাবের ঘরে জলপট্টির সুভাষণের অতিশায়ন রোদ্রজল হয়ে নামে তোমার শরীরে
নিভৃতের দুয়ার ভেঙ্গে চিন্তা থেমে যায় দৈহিক পুরাণের ঘরে
সুমিষ্ট কথার জলপান করে আমি অনাদিকালের প্রেমিক তুমি যেমন অনাদিকালের প্রেমিকা
পৃথিবীর ঘরে ঘরে চুম্বনের বৃষ্টিতে টইটুম্বুর প্রেমের জলাশয়
তোমার শরীর জুড়ে আমি আমরা আমাদের অনাগত...
পিরামিডের মতো চিররহস্যময় তোমার চাহিদার কেন্দ্রীয় অঞ্চল
ভাঁপাপিঠার মতো উষ্ণ চাহিদার দুই গোলার্ধ জুড়ে এই মেঘ এই বৃষ্টি
হতাশার জ্যোতিষ্কমণ্ডলীতে রোদনের প্রলেপ ঘাসফুল হয়ে পৃথিবীর পথে
প্রাপ্তির বিচ্যুতিতে মানববন্ধনে নামে ফর্মাফর্মা কুয়াশা
তোমার মাংসল দেহের সুসজ্জিত ডেকোরেশনের আমি পুনঃপুন জন্ম নেয়া খদ্দের
আফ্রিকার সঞ্চিত অন্ধকারের ভিতর অনাদিকাল থেকে তোমার বিরানভূমিতে চাষ করে চলেছি
দেহের ভাঁজে ভাঁজে কামের দেবতাদের নিরবিচ্ছিন্ন গবেষণা এখন পিএইচডি লাভের পথে
উন্মাদনার বাঁকাচাঁদ সভ্যতার ক্যালিওগ্রাফিতে তসবি জপে,
তসবির গা জুড়ে গন্ধমের অলিখিত গোপন গন্ধ প্রজন্ম থেকে প্রজন্মের বুদবুদ নালিতে
তোমার দৈহিক মহাবিশ্বের পথে এখনো নগ্ন হেঁটে চলছে কামুক যুবা পথিক
উষ্ণতার নিরক্ষীয় অঞ্চলে শতাব্দী ধরে চলছে শৈল্পিক কামের চাষাবাদ
ললিতকলার ক্যানভাসে হেথা নিত্য বসে সাহিত্যের পাঠশালা
শরীর ঘেঁষে প্রত্যহ জন্ম নেয় সাহিত্যের জাইগোট
বিকিনিপরা চাহিদার হাটে অনাদিকাল থেকে চলছে শিল্পের মেলা
নৈঃশব্দের শব্দঘরে আদম সুরতে উজ্জ্বল অদ্ভুত কামের ইতিহাস
হাজার বছর ধরে যৌবনের গেরস্থালিতে তুমি এক বয়সিনী বট!
শরীর পূজার ব্যাকরণ খুলে আবেদনের সমুদ্রে চির অম্লান
তোমার সুর ধরে প্রত্যেহ ঝরে ভাবনার আলোকজল
প্রত্যাশার বাণিজ্যমেলায় প্রেম কাম হয়ে ঘুরে নবুয়্যতের আশায়
চিন্তার আবাসন মেলাতে এখনো শরীরই প্রধান
এজন্যই বুঝি ইতিহাসের গোপন অঙ্গে চুম্বন দিয়ে তুমি এখনও বয়সী কামদেবি!
প্রাপ্তির শহর জুড়ে কথক নৃত্য সন্ধ্যা
সূত্রের অন্তর্জাল বুনট করে চলছে শিয়াল শামুক তোলার মতো
নির্মাণের ছরি এখনো যুবাদের নখাগ্রে নামে স্বপ্নজল হয়ে
মহাকালের পৃষ্ঠা ছিড়ে হলুদ দাঁত বের করে কামের দেবতা
পূজার ডেকোরেশনে আবেদনের ঝড় তুলে
শরীরের শিল্পাঞ্চল জুড়ে আজও আমাদের পুরাণ অন্ধগলির চিরায়ত পথে
নখদর্পণে নির্ভেজাল আগামির চাষ
সময়ের প্রচ্ছদ জুড়ে কিছু অলিখিত প্রাপ্তি হোমারের এপিটাফ হয়ে ইস্কিলাসের ঘরে
রোদনের মহাবিশ্বে নতুন ভোর
কামহীন সকালের গোপন অঙ্গে আমরা অনাদিকাল ধরে
-------------------------------
২৬।১২।২০১৪
মুনশি আলিম
পূর্ব শিবগঞ্জ, সিলেট
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২
সৃষ্টিশীল আলিম বলেছেন: হা হা হা ...
চিন্তে হলে যোগাযোগ করুন
https://www.facebook.com/profile.php?id=100000331217752
অনেক অনেক ভালোবাসা জানবেন বন্ধুবরেষু @অরুদ্ধ সকাল
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
সুমন কর বলেছেন: একটু বড়, ক্ষাণিকটা পড়লাম .........পরে।
২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৬
সৃষ্টিশীল আলিম বলেছেন: অনেক অনেক অনেক ভালোবাসা। প্রিয় @সুমন কর
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৭
মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর ।
২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫০
সৃষ্টিশীল আলিম বলেছেন: ফর্মালিনমুক্ত ভালোবাসা রইলো। প্রিয় @মামুন রশিদ ভাই
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১২
অরুদ্ধ সকাল বলেছেন:
অসাধারণ কবিতা!
কে এই কবি? তাহাকে ঠিক চিনুলুম না।