নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি এবং লেখি

সৃষ্টিশীল আলিম

ক্ষুদে সাহিত্যিক, সৃষ্টির নেশায় উন্মুখ

সৃষ্টিশীল আলিম › বিস্তারিত পোস্টঃ

আরেকটি সেরা কবিতা 'ইতিহাসের ছাউনি'

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

ইতিহাসের ছাউনি
-------------------------------------------------------------------------

অনাদিকাল থেকে আমার ভিতরে ঘুমায় ট্রাইগ্রিস ইউফ্রেটিসের জল
স্বপ্নের দ্বীপাঞ্চলে ক্যাডীয় সভ্যতা ভবিষ্যৎ বুনন করে চলে
চিন্তার গভীর অরণ্যে আমি মৃত মেনেস হয়ে মেম্ফিসে ঘুরি
মারডুক হয়ে সঙ্গমে রত থাকি দেবি ইশতারের সাথে
বোধের ভেতরে নেবুচাদনেজার হয়ে চড়াট করি ব্যাবিলনের শূন্য উদ্যানে
আমার শরীরে ঘুমায় পৃথিবীর অক্ষাংশ, দ্রাঘিমাংসরা
মাল্টা সিসিলি, কর্সিকা সাইপ্রাস হয়ে আমার মৃত শরীরে জন্ম নেয় বাইশটি ব্যঞ্জনবর্ণ
আমাকে চমকে মাটি খুঁড়ে উকি মারে হরপ্পা নগরী
আমি পুনঃ জন্ম নেই,
ইতিহাসের ছাউনি তুলে বৃষ্টিতে ভিজি
দ্রাবিড় হয়ে প্রজননে মেতে ওঠি ইরাবতীর তীরে
রক্তের গন্ধ শুঁকে আজও স্বজনের কথা বলে চলে একিমেনিস
প্রত্যাশার মাহাবিশ্বে ফলনহীন ইতিহাসের ফসিল আজ মাচুপিচুর গোপন আস্তানায়
রাত্রিখোর জোনাকির মতো ব্যাবিলনীয় সভ্যতা চোখ জুড়ে রঙের প্রলেপ দেয়
অনাগত ইতিহাসের জিহ্বায় কিউনিফর্ম
দৃষ্টির ভাঁজে রে, আমান রে, ফারওরায়ের দল
শীতের বয়সী কাঁথা মুড়ি দিয়ে আলোর বীর্জে ঘুমায় আমেন হোটেপ, আমিও
বহু বছরের পুরনো ঘুম।
নির্ভেজাল ইতিহাসের চাষ করে চলছে মহাকাল।

------------------------------
২৮.১২.২০১৪
মুনশি আলিম
বোরহানবাগ, পূর্বশিবগঞ্জ, সিলেট

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.