নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্তার গুহায়
--------------------------------------------------------------------
গত রাতে খবর পেলুম
বিবর্তনের আঁতুরঘরে মৃৎ সকাল প্রসব করেছে মহাকাল
ট্যাজেডি ভারী হলে তটরেখার ওপর হলুদ দাঁত বের করে হাসে মহাকাল,
অবলীলায় ভাঙে, ভেঙে ভেঙে জোছনায় ছাই হয়ে যায়
ছাইয়ের জীবাশ্মে ভয়ার্ত অনুরণন, অদ্ভুত অনুভূতির পসরা
চিন্তার ব-দ্বীপে মৃত্যুর চিঠি নব্য পালকি চড়ে ডারউইনের অদ্ভুত দেশে
সে এক আজব দেশ
মানচিত্রের বাসরঘরে মৎস-নৃত্য, ভূত-নৃত্য, প্রতারণা-নৃত্য বিশ্বাসের সুধা পান করে চলছে অহর্নিশি
দৃষ্টিজটের মহাবিশ্বে এক মৃত কোপান বিষ্ঠাশ্ম জন্ম দিয়ে চলছে
তৃতীয় বিশ্বে এখনও টিকটিকির বিয়ের ইতিহাস কেউ জানে না
পাশ্চাত্যের সাদা আকাশে নগ্নতার ঘনীভবন রোজ সভ্যতার ইতিহাস রচনা করে
অসংজ্ঞায়িত চরিত্রের পোয়াতি মাঠে আমাদের তৈরি দেবতারা
হাজার বছর ধরে রক্ষিতার শরীর লেপ্টে আছে
আত্মপ্রচারের বাতিক ক্যানভাসে নবুয়্যতের জলবায়ু প্রজন্মের বিশ্বাসের অন্ধগলির পথে
সত্যদর্শনের ক্লাসিক্যাল মাঠে আমরা এখনও ন্যাংটো পুরোহিত
গোলীয় চশমার বৃত্তে দৃষ্টির পরিধি ক্ষীণ থেকে ক্ষীণতর
তৈরি করা আইনে সভ্যতার বিয়ে চলছে অনাদিকাল থেকে
আমাদের তৈরি প্রথায় বৈধও হয়ে ওঠে অবৈধ
আর এ কারণেই এখনও আমরা মৃত।
------------------------------
২৯.১২.২০১৪
মুনশি আলিম
বোরহানবাগ, পূর্বশিবগঞ্জ, সিলেট
©somewhere in net ltd.