নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভূমিহীন রাত
------------------------------------------------------------
কোন এক ভূমিহীন রাতে শাস্ত্রের গুহায় জারজ হয়ে জন্ম নেই
দূর দিগন্তের অদ্ভুত আলোতে আমিষ ও নিরামিষ
ভূমিহীন আদর্শের লাঙল কাঁধে নিয়ে নিরাকার সাকার ঝগড়া বাঁধে
পৃথিবীর ঘরে ঘরে সত্যের ঝড় ওঠে
পাপ ও পূণ্যের পসরা সাজিয়ে আয়ুষ্কালের পঞ্জিকাতে ঘুমাই আর আমার আঁচল ধরে মহাকাল
সাধন-ভজনের ঘরেও কাম ও প্রেম ফণা তুলে
আমার ভেতরের ঈশ্বর অস্থির হয়ে ওঠে, হয়ত পৃথিবীও
আমি তবুও পুরাণের মাত্রা ধরে হাঁটি
ইতিহাসের নগ্ন ঠোঁটে চুম্বন দিয়ে ঘোলাটে আইনে জন্মে দরিদ্র আলো
আমার বিরানভূমিতে লাভ ও লোভের শস্য ফলায় উলঙ্গ পৃথিবী
দৃষ্টির ঠোঁট বেয়ে নামে সত্যের দীর্ঘশ্বাস
বিলাসীতার ব্যালকনীতে প্রত্যাশা ঢেঁকুর তুলে
অস্তিত্বের ছায়াঢাকা ক্যানভাসে আমি অনাদিকাল থেকে মৃত
আমার মৃত শরীরে চুম্বন দিয়ে পৃথিবী হাসে, বড়ই ছেনালি হাসি
একটুকরো ভোর শাস্ত্রীয় অন্ধকারের মোহনায় অনাদিকাল থেকে।
------------------------------
৩১.১২.২০১৪
মুনশি আলিম
বোরহানবাগ, পূর্বশিবগঞ্জ, সিলেট
মৃত সকাল
-------------------------------------------------------------
কোন এক মৃত সকাল থেকে আমি সিজদায় রত
প্রার্থনার বৈতরণী বেয়ে পৃথিবীর বুকে নামে আলোকজল
পিপাসার্ত ঠোঁটে জ্ঞানের মাত্রা ধরে হাঁটি
পৃথিবীর আকাশে সত্যের ভোর
আরশের নিচে সুন্দর আর কুৎসিতের বাগানে আমি ন্যাংটো মুসাফির
অনুভূতির ম্রিয়মান আলোয় কিছু জিজ্ঞাসা সময়কে খাবলে খায়
অনাদিকাল থেকে পৃথিবী ন্যাংটো, আমিও হয়তবা স্রষ্টাও
স্রষ্টার দৃষ্টি জুড়ে মহাকাল ঘুমায়
বাতিকগ্রস্থ ঘুম
প্রজন্মান্তরের ভিতর দিয়ে একটুকরো অন্ধকার চড়াট করে অনুভূতির শিরা-উপশিরায়
গন্ধমের তীব্রতা মহাকালের নগ্ন বুক ছুঁয়ে নেমে আসে পৃথিবীর গোপন অঙ্গে
অনুভূতির কর্মযজ্ঞে প্রাগৈতিহাসিককাল থেকে স্রষ্টা, আমি ও আমরা
পৃথিবী আলোকিত হয় মধ্যপ্রাচ্যের সুন্দরের ধ্যানে
কামরাঙা ঠোঁটের বাহাত্তর হুর স্বর্গ থেকে উঁকি মারে
অনুভূতির লেলিহান শিখায় যৌবন উছলায় বহতা নদীর মতো
আমার হৃদয় ভাঙে পৃথিবীর জটিল ক্যানভাসে
আমলনামার ভিতর দিয়ে আমি হুরীর দিকে তাকাই
কল্পিত সুন্দরের ধ্যানে আমি রোগী হয়ে ওঠি, পৃথিবীও
পৃথিবীর ঘরে ঘরে লোভের দৌরাত্ম্য
আকাঙ্ক্ষার শরীর কামড়ে এখনও আমরা প্রসব করে চলেছি মৃত সকাল।
------------------------------
৩০.১২.২০১৪
মুনশি আলিম
জাফলং, সিলেট
চিন্তার গুহায়
---------------------------------------------------------------
গত রাতে খবর পেলুম
বিবর্তনের আঁতুরঘরে মৃৎ সকাল প্রসব করেছে মহাকাল
ট্যাজেডি ভারী হলে তটরেখার ওপর হলুদ দাঁত বের করে হাসে মহাকাল,
অবলীলায় ভাঙে, ভেঙে ভেঙে জোছনায় ছাই হয়ে যায়
ছাইয়ের জীবাশ্মে ভয়ার্ত অনুরণন, অদ্ভুত অনুভূতির পসরা
চিন্তার ব-দ্বীপে মৃত্যুর চিঠি নব্য পালকি চড়ে ডারউইনের অদ্ভুত দেশে
সে এক আজব দেশ
মানচিত্রের বাসরঘরে মৎস-নৃত্য, ভূত-নৃত্য, প্রতারণা-নৃত্য বিশ্বাসের সুধা পান করে চলছে অহর্নিশি
দৃষ্টিজটের মহাবিশ্বে এক মৃত কোপান বিষ্ঠাশ্ম জন্ম দিয়ে চলছে
তৃতীয় বিশ্বে এখনও টিকটিকির বিয়ের ইতিহাস কেউ জানে না
পাশ্চাত্যের সাদা আকাশে নগ্নতার ঘনীভবন রোজ সভ্যতার ইতিহাস রচনা করে
অসংজ্ঞায়িত চরিত্রের পোয়াতি মাঠে আমাদের তৈরি দেবতারা
হাজার বছর ধরে রক্ষিতার শরীর লেপ্টে আছে
আত্মপ্রচারের বাতিক ক্যানভাসে নবুয়্যতের জলবায়ু প্রজন্মের বিশ্বাসের অন্ধগলির পথে
সত্যদর্শনের ক্লাসিক্যাল মাঠে আমরা এখনও ন্যাংটো পুরোহিত
গোলীয় চশমার বৃত্তে দৃষ্টির পরিধি ক্ষীণ থেকে ক্ষীণতর
তৈরি করা আইনে সভ্যতার বিয়ে চলছে অনাদিকাল থেকে
আমাদের তৈরি প্রথায় বৈধও হয়ে ওঠে অবৈধ
আর এ কারণেই এখনও আমরা মৃত।
------------------------------
২৯.১২.২০১৪
মুনশি আলিম
বোরহানবাগ, পূর্বশিবগঞ্জ, সিলেট
ইতিহাসের ছাউনি
--------------------------------------------------------------------
অনাদিকাল থেকে আমার ভিতরে ঘুমায় ট্রাইগ্রিস ইউফ্রেটিসের জল
স্বপ্নের দ্বীপাঞ্চলে ক্যালডীয় সভ্যতা ভবিষ্যৎ বুনন করে চলে
চিন্তার গভীর অরণ্যে আমি মৃত মেনেস হয়ে মেম্ফিসে ঘুরি
মারডুক হয়ে সঙ্গমে রত থাকি দেবি ইশতারের সাথে
বোধের ভেতরে নেবুচাদনেজার হয়ে চড়াট করি ব্যাবিলনের শূন্য উদ্যানে
আমার শরীরে ঘুমায় পৃথিবীর অক্ষাংশ, দ্রাঘিমাংসরা
মাল্টা সিসিলি, কর্সিকা সাইপ্রাস হয়ে আমার মৃত শরীরে জন্ম নেয় বাইশটি ব্যঞ্জনবর্ণ
আমাকে চমকে মাটি খুঁড়ে উকি মারে হরপ্পা নগরী
আমি পুনঃ জন্ম নেই,
ইতিহাসের ছাউনি তুলে বৃষ্টিতে ভিজি
দ্রাবিড় হয়ে প্রজননে মেতে ওঠি ইরাবতীর তীরে
রক্তের গন্ধ শুঁকে আজও স্বজনের কথা বলে চলে একিমেনিস
প্রত্যাশার মাহাবিশ্বে ফলনহীন ইতিহাসের ফসিল আজ মাচুপিচুর গোপন আস্তানায়
রাত্রিখোর জোনাকির মতো ব্যাবিলনীয় সভ্যতা চোখ জুড়ে রঙের প্রলেপ দেয়
অনাগত ইতিহাসের জিহ্বায় কিউনিফর্ম
দৃষ্টির ভাঁজে রে, আমান রে, ফারওরায়ের দল
শীতের বয়সী কাঁথা মুড়ি দিয়ে আলোর বীর্জে ঘুমায় আমেন হোটেপ, আমিও
বহু বছরের পুরনো ঘুম।
নির্ভেজাল ইতিহাসের চাষ করে চলছে মহাকাল।
------------------------------
২৮.১২.২০১৪
মুনশি আলিম
বোরহানবাগ, পূর্বশিবগঞ্জ, সিলেট
আগামির চাষ
--------------------------------------------------------------------
হাজার বছর ধরে যৌবনের গেরস্থালিতে তুমি এক বয়সিনী বট!
শরীর পূজার ব্যাকরণ খুলে আবেদনের সমুদ্রে চির অম্লান
নৈঃশব্দের শব্দঘরে আদম সুরতে উজ্জ্বল অদ্ভুত কামের ইতিহাস
তোমার সুর ধরে প্রত্যেহ ঝরে ভাবনার আলোকজল
প্রত্যাশার বাণিজ্যমেলায় প্রেম কাম হয়ে ঘুরে নবুয়্যতের আশায়
চিন্তার আবাসন মেলাতে এখনো শরীরই প্রধান
এজন্যই বুঝি ইতিহাসের গোপন অঙ্গে চুম্বন দিয়ে তুমি এখনও বয়সী কামদেবি!
প্রাপ্তির শহর জুড়ে কথক নৃত্য সন্ধ্যা
সূত্রের অন্তর্জাল বুনট করে চলছে শিয়াল শামুক তোলার মতো
নির্মাণের ছরি এখনো যুবাদের নখাগ্রে নামে স্বপ্নজল হয়ে
মহাকালের পৃষ্ঠা ছিড়ে হলুদ দাঁত বের করে কামের দেবতা
পূজার ডেকোরেশনে আবেদনের ঝড় তুলে
শরীরের শিল্পাঞ্চল জুড়ে আজও আমাদের পুরাণ অন্ধগলির চিরায়ত পথে
নখদর্পণে নির্ভেজাল আগামির চাষ
সময়ের প্রচ্ছদ জুড়ে কিছু অলিখিত প্রাপ্তি হোমারের এপিটাফ হয়ে ইস্কিলাসের ঘরে
রোদনের মহাবিশ্বে নতুন ভোর
কামহীন সকালের গোপন অঙ্গে আমরা অনাদিকাল ধরে
------------------------------
২৭.১২.২০১৪
মুনশি আলিম
জাফলং, সিলেট
এপিটাফ
-------------------------------------------------------------------
শহুরে নির্জনতা ভক্ষণ করে তুমি এখন মহাকালের এপিটাফ
সময়ের মাত্রা ধরে শীতের নগরে তুমি চির চেনা
তোমার চুম্বনে পৃথিবী উষ্ণ হয়ে ওঠে
আমিও।
----------------------------
২৬.১২.২০১৪
মুনশি আলিম
বোরহানবাগ, পূর্বশিবগঞ্জ, সিলেট
২| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:২৬
দুরন্ত পলাশ বলেছেন: শুভকামনা রইল ।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২৪
অপূর্ণ রায়হান বলেছেন: যাক , এই নিক টি ফিরে পেয়েছেন শেষমেশ তাহলে!
শুভ নববর্ষ
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:০৬
শাহরীয়ার সুজন বলেছেন: কঠিন কবিতা,বুঝতে একটু প্রবলেম হইতাসে। ১বার পড়সি এখন আরেকবার পড়তে হইবে।