নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুয়াশা
-----------------------------------------------------------------
পৃথিবীর ঠোঁটের মতো উষ্ণ তোমার সঞ্জীবনী মন; রুচির বাগানে ভাবের প্যারোডি বসন্ত------
গোপন বিশ্বাসের ব্যালকনি ধরে এখনো হাঁটে চিন্তার পরিব্রাজক;
পোয়াতি সময়ের বিভ্রান্ত দর্পণেও বিদেশি জলকে এখনো ভালোবাসি ; বিশ্বাস করি সরলীকরণে-- তবু জল কুয়াশা হয়ে ঘুরে দেশীয় চিন্তার মহাবিশ্বে।
------------------------
মুনশি আলিম
১৬.০২.২০১৫
টিলাগড়, সিলেট
কেবলি কাছে টানে
-------------------------------------------------------------------
পৃথিবীর লগ্ন থেকে বসন্তের ঘ্রাণ নিয়ে মৌসুমী হাওয়ার শহরে- এতদিন ধরে বুঝি তোমার জন্যই অপেক্ষা করছি !
মাদকের মতো তোমার স্বর বিশ্বের জটিলতা ভেদ করে কেবলি কাছে টানে;
গহন রাত্রির নির্জন আকাশের তলায় একমুঠো চাহিদার প্রচ্ছদপট,
রূপালি জোছনার কোমলতায় তোমার স্বপ্নীল আঁকিবুকি,
হৃদয়ের শ্লেট ছুঁয়ে বারবার ফিরে আসে আস্তিত্বের ছায়াঢাকা ক্যানভাসে।
--------------------------------
মুনশি আলিম
১১.০২.২০১৫
টিলাগড়, সিলেট
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
সৃষ্টিশীল আলিম বলেছেন: ভালোবাসা জানবেন।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা । +++
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
সৃষ্টিশীল আলিম বলেছেন: গুচ্ছ গুচ্ছ ভালোবাসা রইল। প্রিয় বন্ধু
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫১
সুমন কর বলেছেন: ভাল লাগল।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
সৃষ্টিশীল আলিম বলেছেন: ফর্মালিনমুক্ত ভালোবাসা জানবেন। বন্ধুবর
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬
অরুদ্ধ সকাল বলেছেন:
আসিছে পরিব্রাজক
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
সৃষ্টিশীল আলিম বলেছেন: হা হা হা... তাই বুঝি?
শুভেচ্ছা ও ভালোবাসা।
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন লিখেছেন
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০১
সৃষ্টিশীল আলিম বলেছেন: অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা জানবেন।
৬| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩২
ভািটর সুর বলেছেন: বিদিশী জল নয়
আর নয় ধুয়াশা
কুয়াশা কাটুক এবার।
২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৬
সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ বন্ধুবর । ভালোবাসা জানবেন।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +