নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি এবং লেখি

সৃষ্টিশীল আলিম

ক্ষুদে সাহিত্যিক, সৃষ্টির নেশায় উন্মুখ

সৃষ্টিশীল আলিম › বিস্তারিত পোস্টঃ

মেঘবতী

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪২







মেঘবতী, কম্পিত আরক্তিম ঠোঁটে মৃদু সম্ভাষণ জানিয়ে তুমি যখন বিদায় নিয়েছিলে

একটি ভারাক্রান্ত শহর তখন অঝরে কেঁদেছিল; আর আমি? অবলীলায় যন্ত্রনার ছাদের ওপর চড়াট করেছি

এলোমেলো হয়ে মধুর চেয়ে মিষ্টি কিছু শব্দ লিখে চুমু খেয়েছি-

অদূরের চিঠির অক্ষরের মতো অস্পষ্ট গ্রামগুলো স্মৃতির হিমালয় হয়ে দাঁড়িয়ে আছে

সময়ের পৃষ্ঠা দখল করা বেআব্রু স্মৃতি ক্লান্তির বিছানা থেকে বিদায় নেয়

একটি ঘনয়মান সন্ধ্যার শরীর ছুঁয়ে বিমূর্ত কিছু দীর্ঘশ্বাস তোমার শরীরের গন্ধ এঁকে চলে তখনো

মুখোশপরা সময় আমার পরিচিত দুঃখদের দেখে না

মেঘবতী, তুমি তো কখনো জানলে না-দূরাগত বাতাস থেকে কীভাবে ছোট্ট শহর গর্ভধারণ করে

কীভাবে হাতের তালুর নিচে পৃথিবী রচিত হয়- তুমি তো কখনো রাত্রির কান্না শোননি-

নাই বা শোনলে-

চেতনার ফসলি জমিনে তুমি আমার কুমারি বাগান- কচি ধানের মতোই বিশ্বস্ত

তবুও তোমার চোখের দিকে তাকালে কেন দেখতে পাই ভিন পুরুষের ছায়া?

বিশ্বায়নের জ্যামেতিক অঙ্ক কষেও ভালোবাসার ফসলি ভূমিতে আমি এখনো বিশ্বস্ত কৃষক।

--------------

০৩.০৪.২০১৫

মুনশি আলিম

টিলাগড়, সিলেট

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ লাগল।

/বিশ্বায়নের জ্যামেতিক অঙ্ক কষেও ভালোবাসার ফসলি ভূমিতে আমি এখনো বিশ্বস্ত কৃষক।/
সুন্দর কথামালা।

+++

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:০২

সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্য হলাম। অফুরন্ত ভালোবাসা জানবেন। @দিশেহারা রাজপুত্র

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.