নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আতরের মতো অবহেলার গন্ধ মেখে ঘাসের ডগায় বিখ্যাত সেই শিশির বিন্দু গভীর রাতের সাথে মিত্রতা গড়ে
সময়ের গ্রন্থিমোচে গোপন দুঃখে সেও কাঁদে
মধ্যরাতের দুঃখ কেবল জানে রাত জাগা পথের কুকুর
কিন্তু তার দুঃখ…?
শস্যের আত্মীয়ের মতন শিশির বিন্দু অকস্মাৎ ফ্যাকাশে হয়ে বলে- আমি মধ্য এশিয়ার কেউ নই
নগ্ন শরীরের মতো লজ্জাহীন হয়ে রাস্তার ওপর ঘোরে তার পরিচিত দুঃখেরা
ব্যস্ততার ঘোরে তখনো খবর নেয়নি বিষণ্ন দুপুর
পৃথিবীকে জানান দিয়ে অন্য দেশ থেকে আসা রাত্রি দীর্ঘ হয়
খবর পেয়ে ছুটে আসে সূর্যবাবু- স্নেহের পরশ ছড়াতেই কাঁদাখোঁচা পাখির মতো উড়ে যায় দৃষ্টির অগোচরে-
এ এক তাসের দেশ।
------------------------------------
মুনশি আলিম
পূর্ব শিবগঞ্জ, সিলেট
০৬.০৪.২০১৫
©somewhere in net ltd.