নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিকেলবেলা বিদেশি মেঘ এসে যখন ঝুঁকে পড়েছিল গোলাপ বাগানে
আফ্রিকার সব অসহায়ত্ব নিয়ে ছেলেটি তখনো কাঁদছিলো
নিথর অশ্রুর লবণ থেকে উঠে আসে স্মৃতিকণা
হতাশ হয় ইউরোপের ছায়া মাড়ানো আয়েশী বিকেল
দূরে নীল নক্ষত্রের দেশ অবাক তাকিয়ে রয়
বিপন্ন সভ্যতার তীরে দাঁড়িয়ে কিছু অশিক্ষিত কুকুর মুছে ফেলে বাতাসের ফেনা
সূর্যদেবির ঘুম ভাঙ্গেনি তাই রাস্থার ধারে পরিচিত সেই অনাথ শিশুটি আজ ভীষণ খরায় পুড়ছে
কোন পরিচয় নেই
আমরা ডাকি ‘টোকাই’ ।
ও হ্যাঁ আরেকটা নাম আছে ‘জারজ পোলা’!
হায়! জন্ম যে বাংলাদেশে! এখানে কেউ নিজের পরিচয়ে নয়- বাঁচে অপরের পরিচয়ে!!!
পৃথিবীকে গোপন দুঃখ দিয়ে কোন এক অস্থির সময়ে জন্ম তার
হয়ত কোন কাপুরুষ নর-নারীর গোপন অবৈধ লিপ্সার ফসল- সামাজিক লজ্জার ভয়ে যাকে ফেলে রেখে গেছে ভবিষ্যৎ অন্ধকারের কাছে
ভাগ্য খুলে যেত যদি প্লেটোর ‘আদর্শ রাষ্ট্রে’ জন্ম হত-
কুকুরের সাথে মাখামাখি করে ড্রেনের বাসী খাবারই হয়ে ওঠে তার সকালের নাস্তা
মানুষের উচ্ছিষ্ট খাবার খেয়ে সভ্যতাকে জানান দেয় তার আদিমতার কথা
তার শুকনো আমসি বুক থেকে উপহাসের গন্ধ বেরোয়
মানবতার পরাজয়ে পৃথিবী কাঁদে- পৃথিবীর গোপন কান্না কেউ দেখেনি-দেখে না
সেই থেকে সভ্যতার তলপেটে ব্যথা !
------------------------------------
মুনশি আলিম
জকিগঞ্জ , সিলেট
০৩-০৭.০৪.২০১৫
©somewhere in net ltd.