নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায়! ইলিশ
------------------------------------
শখ করে ইলিশ মাছ কিনতে গেলাম রাতে
ছোট ভাই বায়না ধরল যাবে আমার সাথে
হাসিমুখে জিজ্ঞাসিলাম ইলিশের দাম কত?
সে বলে- ‘নেউক্যা না ভাই লাগে আপনার যত!
খুশি হয়ে একটি ইলিশ তুলে নিলাম হাতে
দামটি শুনে হঠাৎ আমার লেগে গেল আঁতে
বড় রেখে ছোট ইলিশ হাতের মাঝে নিলাম
সাধ্যের মধ্যে দাম থাকায় বিক্রেতাকে দিলাম
বিক্রেতা বেটা মহা খুশি সালাম দিল আমায়
ছোট ভাইটি তখনো বড় ইলিশের দিকে চায়
আমি বলি- ছোট হোক নামটা তো ভাই ইলিশ
প্রথম প্রথম ছোটটাই ভালো করে গিলিস !
বড় হলে বড় খাবি- চিন্তা করিসনে রে ভাই
ঠাণ্ডা মাথায় চল এখন বাসায় ফিরে যাই।
------------------------------------
মুনশি আলিম
পূর্ব শিবগঞ্জ, সিলেট
১৪.০৪.২০১৫
১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২৮
সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৭
কাক ??? বলেছেন: Val laglo. ++++