নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোদ্রস্নাত পৃথিবীর গোলাপী ঠোঁটে মঙ্গলের লালিমা যখন চুইয়ে পড়ছে ঠিক তখনি
আমি নক্ষত্র হয়ে নীল রঙের ভিতর দিয়ে কাছে আসি
পৃথিবীর শুদ্ধতার হসপিটালে আবেগের গন্ধ শুঁকতে
ইস! যদি একটু ছুঁতে পারতুম!
পৃথিবীর শুকনো হাসিতে মহাবিশ্বও যৌবন ফিরে পায়, তৃপ্তির নৌকো চড়ে বাড়ি ফিরে
শরীরী প্রচ্ছদের ভাঁজে আধুনিক সভ্যতা ইতিহাসের গুঞ্জন তুলে
পরিকল্পনার পাকস্থলীতে গোপন অভিসারের বাজার বসে রোজ
প্রয়োজনের বরাত দিয়েই খাবলে খায় রোমান্টিকতার নগ্ন ভোর
বহুকাল ধরে পৃথিবীর চিবুকের এক অসমাপ্ত তিল জুড়ে কল্পিত জগতের হুরিরা নৃত্য করে চলছে,
তাই দেখে দেবতাদের চোখে এখনও কামের গন্ধ!
কী অদ্ভুত! আকাঙক্ষার জলখাবার খেয়ে দিব্যি সতেজ তার ভূমিহীন আকাশ,
আজ তাকে মনে হল তেইশ বছরের ছুকরি!
যে চুম্বনের উষ্ণতা নিয়ে বেঁচে আছে কয়েকশ বছর ধরে অথচ-
ভেজা অন্ধকারে কয়েক শতাব্দী ধরে নাটকীয়তার চাষ করছে
সমকালীন নাটকীয়তায় জন্ম নেয় একগুচ্ছ অভিমান
এক বিমূঢ় অন্ধকারের আড়ালে তার টলোটলো চোখ
পৃথিবীর আকাশে অনেক দিন থেকে মেঘ জমে কিন্তু বৃষ্টি হয় না।
কী এক অজ্ঞাত কারণে পৃথিবীকে এখনও ‘সরি’ বলা হয়ে ওঠেনি!
--------------------
মুনশি আলিম
জাফলং, সিলেট
২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫০
সৃষ্টিশীল আলিম বলেছেন: বন্ধুবরেষু, কেবলি ভালোবাসা।
২| ২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: যেমন ছবি ঠিক তেমনি সুন্দর লেখা --- দারুন
২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩১
সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ । ভালোবাসা জানবেন।
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩২
সুমন কর বলেছেন: ভালো লাগল।