নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পোয়াতি রাতের সাথে মিশে যাওয়া কুমারীর গোপন সুখ নিস্তব্ধ রাতের মতো পাশে বসে
অতঃপর ডিশ চ্যানেলে পৃথিবী ঘুরতে ঘুরতে রিমোট বাটনে ক্লান্ত-
আকাঙক্ষার উঠোনে কর্মক্লান্ত ইচ্ছেরা ঝুঁকে পড়ে কল্পনার গোলাপ বাগানে
দক্ষিণ এশিয়ার কোন এক সুবোধ বালকের মতো ধৈর্য্যের ডানায় ভর দিয়ে অন্য দেশ থেকে আসা রাত্রির শরীরে আল্পনা আঁকি
আকাশের গুমোট নির্জনতার ছায়ায় রৌদ্রের চিৎকারে পরিচিত সব শব্দ ডুবে গেলে একবার নিতে সাধ হয় প্রেয়সীর নির্জনতার আদর
অসাধ্যের পিঠে এখনো কিছু ভবঘুরে ইচ্ছে বিলাস।
------------------------------------
মুনশি আলিম
পূর্ব শিবগঞ্জ, সিলেট
১৮.০৪.২০১৫
©somewhere in net ltd.