নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি এবং লেখি

সৃষ্টিশীল আলিম

ক্ষুদে সাহিত্যিক, সৃষ্টির নেশায় উন্মুখ

সৃষ্টিশীল আলিম › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প ''ভুলের খেসারত''

০৬ ই মে, ২০১৫ দুপুর ১:৫০







সে অনেক দিন আগের কথা। আমি আর মামা রুবজ এ রহমান তখন সিঙ্গাপুর সিটিতে থাকতাম। বিদেশে দক্ষ শ্রমিকদের মূল্যায়ন যে খুব বেশি সে সম্পর্কে আমাদের আগেই ধারণা ছিল। কিন্তু শুধু ধারণা থাকলেই কী আর চলে! চাই কাজের বাস্তবায়ন। মামা আগে থেকেই ছিলেন খুব চালাক। কীভাবে কম পরিশ্রম করে বেশি আয় করা যায় সে সম্পর্কে মামার অভিজ্ঞতা ছিল খুবই বেশি।
একবার সকালে আমরা শুয়ে রয়েছি। বাসার মালিক টমি এসে মামাকে বলছে, তোমার দ্বারা কী বাড়ির সামনে রাখা কুকুরটা সরিয়ে ড্রেনে ফেলা সম্ভব? ইংরেজি বেশি একটা ভালো বুঝেন না বলে মামা আমার দিকে তাকালেন। । আমি দোভাষী করে সব বুঝিয়ে বললাম। মামা কী একটু ভেবে বলল- জী।
টমি বলল- কত দিতে হবে।
- ১০০ ডলার।
- নো, ১০ ডলার, পারবে?
মামা খানিক চিন্তা করে রাজি হয়ে গেলেন। কয়েক মিনিটের মধ্যেই মৃত কুকুরটি ড্রেনে ফেলে দিয়ে ১০ ডলার নিয়ে এলেন। পরের দিন আবারও মালিক এসে বলছে - কুকুরটা সরিয়ে ফেলতে পারবে কিনা? মামা বললেন - পারব। আগের মতো ১০ ডলার দিতে হবে। ওকে। মামা মুহূর্তেই মৃত কুকুরটি ড্রেনে ফেলে দিয়ে ১০ ডলার নিয়ে হাসতে হাসতে রুমে প্রবেশ করলেন। এইভাবে পরপর তিনদিন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় মালিক নিকটস্থ পুলিশ ফাঁড়িতে জানাল। কীভাবে মৃত কুকুর ড্রেন থেকে বাড়ির সামনে এসে শুয়ে থাকে? তাও একই জায়গায়! পুলিশ তদন্ত শুরু করে দিল।
আমি মামার দিকে তাকিয়ে বললাম- মামা, কোন কিছুরই অতিরিক্ত ভালো নয়। ছোট হয়ে জ্ঞান দিচ্ছি বলে মামা বেশ চটে গেলেন। সেদিনের মতো কোনরকমে করজোর করে ভবিষ্যতে জ্ঞান না দেওয়ার মৌখিক মুচলেকা দিয়ে মামার হাত থেকে রক্ষে পেলাম।
শুক্রবার। মামা বাসা থেকে বের হয়ে কলা কিনতে গেলেন। দুই হালি কলা কিনলেন। প্রচণ্ড ক্ষুধা লাগায় ওনার আর বাসা পর্যন্ত আসা সহ্য হলো না। রাস্তাতেই খাওয়া শুরু করে দিলেন। আশেপাশে কোথাও মানুষ নেই ভেবে কলার ছুলাটি রাস্তার মধ্যেই ফেলে দিলেন। মনের সুখে গান গাচ্ছিলেন- ঐ লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে যা...। গান শেষ না হতেই শাদা পোশাকে বেশ কয়েকজন পুলিশ কোথা থেকে এসে যেন তাকে ঘিরে ফেলল। পুলিশের জটলা দেখে আমি এগিয়ে গেলাম। কলার খোসা রাস্তায় ফেলার দরুন মামাকে ১০ ডলার জরিমানা করা হল। মামা ইংরেজিতে একটু দুর্বল ছিল। আমার মুখের দিকে অসহায়ের দৃষ্টিতে তাকালে। ঐ নিরীহ দৃষ্টির ভাষা কেউ না বুঝলেও আমি বুঝি!
আমি পুলিশের সাথে কথা বললাম। তারা সিসি ক্যামেরাতে খোসা ফেলতে দেখেছে। প্রমাণ পাওয়ার পরও আমি বুঝানোর চেষ্টা করলাম যে, সে নতুন মানুষ। এদেশের সব আইনকানুন সম্পর্কে ভালো জানে না। প্রথমবারের মতো তাকে ক্ষমা করে দেওয়া হোক। পুলিশের সর্দার ছিল খুবই দুষ্টু। বলল এক শর্তে, যদি কান ধরে ৩০ বার উঠবস করে। আমি বললাম- ৩০ বার! সর্দার বললেন, হ্যাঁ। কিছু কম হয় না। সর্দার পুলিশ তার বড় গোঁফে তা দিতে দিতে বললেন- না। নিজের কাছে কোন টাকা না থাকায় বেশ লজ্জাস্কর অবস্থাতেই পড়লাম। মামার মান-ইজ্জত নিয়ে কথা! জিজ্ঞেস করলাম তার কাছে আছে কিনা? সে অসহায়ের মতো মাথা নাড়ল। তবে কী আর করা! বিদেশের বাড়ি, ১০ ডলার তো আর কম নয়! কাজেই ...।
মামা কান ধরে উঠবস শুরু করে দিলেন। আমি লজ্জায় চোখ বন্ধ করলাম। সবচেয়ে কনিষ্ঠ পুলিশ কাউন্টিং করছিল। ওয়ান, টু, থ্রি... থারটি! শেষ হতেই সর্দার পুলিশ ফের শাসানোর স্বরে বলল যাতে পরবর্তী সময়ে এমনটি না ঘটে। মামা লজ্জায় ক্ষোভে প্রচণ্ড ঘেমে উঠছিলেন। চোখ দুটি রক্তিম হয়ে ওঠেছিল। আমি আর মামার দিকে তাকাতে সাহস পেলাম না। কেবল ক্ষুধার্ত মানুষের মতো দুর্বল স্বরে বললাম, ৩০ ডলার অবৈধ পন্থায় রুজি করেছিলেন বলেই হয়ত ...।
মামা বললেন- তবে রে...।
আমার দৌড় তখন আর দেখে কে! ছুটছি তো ছুটছিই।
-------------------
মুনশি আলিম
০৬.০৫.২০১৫
টিলাগড়, সিলেট

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৫ দুপুর ২:২৭

হাসান মাহবুব বলেছেন: ছবি নির্বাচন ভালো হৈসে।

০৬ ই মে, ২০১৫ বিকাল ৩:১৬

সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ। অফুরন্ত ভালোবাসা জানবেন।

২| ০৬ ই মে, ২০১৫ দুপুর ২:২৮

শিশির খান ১৪ বলেছেন: হুম ধন্যবাদ মজার অভিজ্ঞতা এতো সুন্দর ভাবে শেয়ার করার জন্য

০৬ ই মে, ২০১৫ বিকাল ৩:৩৫

সৃষ্টিশীল আলিম বলেছেন: হা হা হা..। কেবলি ভালো্বাসা

৩| ০৬ ই মে, ২০১৫ বিকাল ৩:১০

আজমান আন্দালিব বলেছেন: হাহাহা ... মজার অভিজ্ঞতা!

০৬ ই মে, ২০১৫ বিকাল ৩:৩৬

সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ । অফুরন্ত ভালোবাসা ইল।

৪| ০৭ ই মে, ২০১৫ সকাল ১১:৪৩

তৌফিক মাসুদ বলেছেন: আপনার লেখাটির চাইতে আপনার নৈতিকতা আমার ভাল লাগল। দারুন ভাবে লেখাটি ফুটিয়ে তুলেছেন।

০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ ও অফুরন্ত শুভ কামনা

৫| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

অর্ণব প্রধান বলেছেন: ভালো লেগেছে ....।

০৮ ই মে, ২০১৫ দুপুর ১২:৩৯

সৃষ্টিশীল আলিম বলেছেন: :) :) ধন্যবাদ ও শুভ কামনা

৬| ০৭ ই মে, ২০১৫ রাত ৯:৩৯

সুমন কর বলেছেন: মজা পেলাম !! !:#P !:#P

০৮ ই মে, ২০১৫ দুপুর ১২:৪১

সৃষ্টিশীল আলিম বলেছেন: !:#P !:#P B-) :D :D

ধন্যবাদ । কেবলি ভালোবাসা

৭| ০৮ ই মে, ২০১৫ দুপুর ১:২৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

দারুণ অভিজ্ঞতা।

০৮ ই মে, ২০১৫ দুপুর ২:৫৫

সৃষ্টিশীল আলিম বলেছেন: B-) :D :) =p~ =p~ :P :P

কেবলি ভালোবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.