নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিলেতি সভ্যতার ঘ্রাণ নিয়ে সন্ধ্যা আসে আমার শহরে,
আমি আফ্রিকার গোপন দুঃখ নিয়ে জড়োসড়ো হতে থাকি।
ইউরোপের সব ব্যস্ততা গায়ে মেখে তুমি এলে।
অদূরে নিয়ন আলোয় লুটোপুটো খায় পোয়াতি ইচ্ছেরা।
তুমি আমার দিকে তাকাতেই সর্বনাশা পদ্মা নদীর মতো আমার ভেতরে ভাঙ্গন শুরু হয়।
আমি সাহস করে ব্যবলনীয় সভ্যতার মতো পুরনো তোমার ধূসর চোখের দিকে তাকাই।
মরীচিকার মতোই অদ্ভুত চোখের ভাষা!
তবু খুব কাছে টানতে ইচ্ছে হলো।
কিন্তু পরক্ষণেই মনে হলো- নাহ্! আরকি!
সকালের কোল জুড়ে আমাদের প্রেম এখনো শিশির হয়ে ঝরে,
বয়সী পৃথিবীর ঘনায়মান আকাশে আমরা এখনো যে কোন প্রেমিক জুটি ইচ্ছের কবর রচনা করে চলেছি।
----------------------------
০৪.০৫.২০১৫
মুনশি আলিম
রাধানগর, জাফলং, সিলেট
©somewhere in net ltd.