নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অক্ষরে চুয়ে প্রেম আসে আমার সান্ধ্য শহরে
বৃদ্ধ ঘুমের মতো প্রেম স্মৃতির ওপারে পথে যেতে যেতে মিশে যায় রৌদ্র সাগরে
উদাসীনতা নিয়ে আমি তখন নেমে এসেছিলাম পৃথিবীর পথে
ঘুম বিদায় দিয়ে সেই কখন সকাল উড়ে গেছে হত দরিদ শৈশবে! টেরও পাইনি।
ভাবালু বৈকালিক প্রহরে-
সন্ধ্যার আভা নিয়ে প্রত্যাশার আকাশকে এনে জড়ো করেছি হৃদয়ের ব্যালকনিতে
জীবনের খাতা থেকে অবুঝ শিশুর কান্নার মতো সময় ঝড়ে যায়
----------------------------
২৬ ০৫.২০১৫
মুনশি আলিম
পূর্ব শিবগঞ্জ, সিলেট
[
২৬ শে মে, ২০১৫ রাত ১০:২৭
সৃষ্টিশীল আলিম বলেছেন: হৃদয় নিংড়ানো ভালোবাসা জানবেন।
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০১৫ রাত ৯:৪০
প্রামানিক বলেছেন: সুন্দর