নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি এবং লেখি

সৃষ্টিশীল আলিম

ক্ষুদে সাহিত্যিক, সৃষ্টির নেশায় উন্মুখ

সৃষ্টিশীল আলিম › বিস্তারিত পোস্টঃ

আসুন আমরা জেনে নিই বিশ্বের বিচিত্র ও বিস্ময়কর সব তথ্য

২৯ শে মে, ২০১৫ সকাল ১১:১৫

পর্ব - ১




তুর্কির সুলতান কসেন বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ!! উনার উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি!! ১৯৮২ সালে জন্মগ্রহন করেন তিনি!!

► তাইওয়ানের একটি কোম্পানি গমের তৈরি থালা(প্লেট) তৈরি করে থাকে!! খাওয়া শেষে আপনি খুব সহজেই সেই প্লেটটিও খেয়ে ফেলতে পারেন!!

► হাঙর হলো একমাত্র মাছ যা দুই চোখের পাতাই বন্ধ করতে সক্ষম!!

► আপনার হাঁচির গতিবেগ ঘণ্টায় ১০০ মাইল!!

► উটের দুধ দিয়ে দই হয় না!!

► পায়ের নখের চেয়ে হাটের নখ প্রায় ৪ গুন দ্রুত বড় হয়!!

► “I am.” হলো ইংরেজি ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম বাক্য!!

►► অস্ট্রেলিয়া মহাদেশই হলো একমাত্র মহাদেশ যেখানে কোনো জীবিত আগ্নেয়গিরি নেই!!

►► প্রতি মিনিটে পুরো বিশ্বে ৬০০০ বা তার অধিকবার বজ্রপাত হয়!!

►► আফ্রিকা মহাদেশে অন্য যেকোনো প্রাণীর আক্রমনের চেয়ে জলহস্তীর আক্রমনে বছরে বেশি মানুষ মারা যায়!!

►► আপনি জানেন কি, ফ্রেন্স ফ্রাইের আসল জন্মস্থান ফ্রান্সে নয়, বরং বেলজিয়ামে??

►► কোথাও ভ্রমন করার সময় মানুষ কোন জিনিসটা নিতে সবচেয়ে বেশি ভুলে যায় জানেন?? টুথব্রাশ!!
►► আপনি জানেন কি, অগাস্ট মাসে জন্মহার অন্য সব মাসের চেয়ে বেশি?? অর্থাৎ, বিশ্বে অগাস্ট মাসেই সবচেয়ে বেশি জন্মদিন পালন করা হয়!!

►► যতক্ষণ পর্যন্ত কোনো খাবার আপনার মুখের লালার সাথে না মিশে আপনি ততক্ষণ সেই খাবারের স্বাদ উপভোগ করতে পারেন না!!

►► আপুরা জানেন কি, অধিকাংশ লিপস্টিক তৈরিতে মাছের আঁশ ব্যাবহার করা হয়??

►► আপনি জানেন কি, পাখিদের খাদ্য গেলার জন্য অভিকর্ষজ বলের প্রয়োজন হয়?? অর্থাৎ, কোনো পাখিকে যদি চাঁদে নিয়ে খাবার খেতে দেয়া হয় তবে সেটি খাবার গিলতে পারবে না!!

►► আপনি জানেন কি, ইংরেজি বর্ণমালায় সর্বাধিক ব্যাবহার করা বর্ণ হলো "E" এবং সবচেয়ে কম ব্যাবহার করা বর্ণ হলো "Q"??
►► আপনি জানেন কি, মেয়েদের হার্ট(Heart) ছেলেদের হার্টের চেয়ে দ্রুত স্পন্দিত হয়??

►► আপনি জানেন কি, প্রাচীনকালে মিশরে মমি পুড়িয়ে আগুন তৈরি করা হতো?? কারণ, সেখানে কাঠের সল্পতা ছিলো, কিন্তু মমির কোনও সল্পতা ছিলো না!!
►► অ্যান্টার্কটিকাতে সবচেয়ে মোটা (প্রস্থে) বরফের টুকরাটি কতো মোটা জানেন?? ৩ মাইল!!

►► শুধু হৃৎপিণ্ডই নয়, মেয়েরা ছেলেদের চেয়ে এমনকি চোখের পাতাও দ্রুত ফেলে!! (প্রায় দিগুন দ্রুত)
►► রক্ত তৈরি করা যায় না।। এরমানে, কারো যদি রক্ত লাগে তবে শুধুমাত্র একজন ইচ্ছুক ব্যাক্তিই পারেন ঐ মানুষটিকে রক্ত দিয়ে সাহায্য করতে।।

►► গবেষণায় দেখা গেছে, জীবিত মানুষদের মধ্যে ২৫% লোকের জীবনে কোনো না কোনো সময়ে রক্তের প্রয়োজন হয়।।

►► আপনার বয়স ১৮ বছরের বেশি হলে এবং আপনার ওজন ৫০ কেজির বেশি হলে আপনি রক্তদান কর্মসূচীতে অংশ নিতে পারেন।।

►► এক ব্যাগ রক্ত দিতে সময় লাগে ৪৫ থেকে ৬০ মিনিট।।

►► রক্তদানের পর যেটুকু রক্ত আপনি দিন তা পুনরায় আপনার শরীরে তৈরি হতে সময় নেয় মাত্র ২৪-৪৮ ঘণ্টা।।

►► সর্বনিম্ন প্রতি ৫৬ দিন পরপর একজন সুস্থ ব্যাক্তি রক্তদান করতে পারেন।।
►► পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩ সেপ্টেম্বর ১৯২২ সালে লিবিয়ার আল জিজিয়া নামক স্থানে।। সেখানে তাপ মাত্র রেকর্ড করা হয়েছিল ১৩৬,৪ ডিগ্রী ফারেনহাইট অর্থাত ৫৮ ডিগ্রী সেলসিয়াস!!

►► চার ঘন্টার ভেতর ১০০ কাপ কফি পান করলে মৃত্য অবধারিত!!

►► ৯৯% লোকই যখন তাদের পাসোয়ার্ডের একটি অক্ষর ভুল করে, তখুনি সে পুরো পাসোয়ার্ড ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে ফেলে এবং পুনরায় টাইপ করে!!

►► যুক্তরাষ্টের ৭০ শতাংশ নাগরিক চাঁদে অবতরণের ঘটনাটি বিশ্বাস করে না!!

►► অনলাইনে প্রতি মিনিটে পর্নো দেখে প্রায় ২০ লাখ মানুষ!!
►► অস্ট্রেলিয়াতে বাচ্চারা সিগারেট কিনতে পারবে না!! কারণ এটা আইনবিরোধী!! কিন্তু সিগারেট খেতে/টানতে পারবে!! এতে কোনো বাধা নেই!!
►► থাইল্যান্ডে গাড়ি চালানোর জন্য অবশ্যই আপনাকে শার্ট পড়তে হবে!! অর্থাৎ, আপনি খালি গায়ে গাড়ি চালাতে পারবেন না!!

►► আমেরিকার ফ্লোরিডাতে আপনি যদি পার্কিং স্পটে কোনো হাতি বেঁধে রাখেন, তবে আপনাকে সেই হাতির জন্য পার্কিং ফি দিতে হবে!!

►► বিস্ময়কর একটা আইন জানাচ্ছি এইবার!! আমেরিকার নিউইয়র্কে কোনো উঁচু বিল্ডিং থেকে লাফিয়ে পড়ার শাস্তি হলো মৃত্যুদণ্ড!! (অর্থাৎ, কেউ লাফিয়ে পড়ে যদি বেঁচে যায় তবে তাকে সুস্থ করে বাঁচিয়ে তুলে এরপর আবার মেরে ফেলা হবে!!)
►► রঙ্গিন টেলিভিশন আবিস্কারের পর থেকে মানুষের সাদাকাল স্বপ্ন দেখার হার কমে গেছে!!

►► আফ্রিকান সিসাডা মাছি (cicada fly) ১৭ বছর ঘুমিয়ে কাটায়!! ঘুম ভাঙার পর এরা মাত্র ২ সপ্তাহ বেঁচে থাকে!! সেই সময়ে এদের প্রধান কাজ হলো বংশবৃদ্ধিতে অংশগ্রহন!!

►► DELL কম্পিউটার কোম্পানির মালিক মাইকেল ডেল মাত্র ১৯ বছর বয়সে ১০০০ ডলার নিয়ে ব্যবসা শুরু করেছিলেন!!

►► জাপানের মোট স্থলভাগের ৭০% এর বেশি হলো পাহাড়!! এর মধ্যে আছে ২০০ এর বেশি আগ্নেয়গিরি!!

►► আশ্চর্যজনক একটা তথ্য দেই, আমেরিকার নিউইয়র্কে বছরে ১,৬০০ লোক অন্য মানুষের কামড়ে আহত হয়!!
►► অজগর সাপ তার শিকারকে ছোবল বা বিষ প্রয়োগে মারে না!! বরং, সেই শিকারকে নিজের শরীর দিয়ে পেঁচিয়ে ধরে জোরে জোরে চাপ দেয়!! এক পর্যায়ে শিকারটি শ্বাস নিতে না পেরে মারা যায়!!

►► অজগর একটি শিকারকে হত্যার পর সেটি পুরোটুকু গিলে ফেলে!! বাদ দেয় না এক কানাকড়ি অংশ!!

►► শিকারের আকার যতো বড় হয়, অজগরের পেট সেই খাবার হজম করতে ততো বেশি টাইম নেয়!! মাঝে মাঝে এমনকি একটি শিকার হজম করতে অজগরের কয়েকমাস সময় লেগে যায়!!

►► গভীর বনে যেইসব অজগর পাওয়া যায় এরা মূলত বছরে মাত্র ৪-৫ টি শিকার ধরে থাকে!!

►► অজগর সাপ একসাথে ১২টি - ৩৬টি ডিম পাড়তে পারে!!

►► পৃথিবীর সবচেয়ে বড় অজগর সাপের সাইজ হলো ৩০ ফিট!! এরা রেটিকুলেটেড অজগর নামে পরিচিত!!

►► অজগর সাপ মানুষের জন্য তেমন বিপদজনক নয়!! আক্রমনের সম্মুখীন না হলে এরা মানুষকে আঘাত করে না!!
►► পিঁপড়ে হচ্ছে সামাজিক পোকা। দলবল ছাড়া চলতে পারেনা। তাই সঙ্গী-সাথীদের নিয়ে লাইন ধরে চলে চলাচল করে।

►► রানী পিঁপড়ের পাখা থাকে। কর্মী পিঁপড়া সবসময় কাজ করে। ওদেরও পাখা গজায় তবে সেটা অনেক দেরিতে অর্থাৎ ওদের মৃত্যুর কিছুটা আগে।
►► পিঁপড়েদের মধ্যে কোনো রাজা নেই। তবে পিঁপড়ে কলোনিতে বেশ কিছু ছেলে পিঁপড়ে থাকে। ওদের দ্রণ বলে ডাকা হয়। সারা জীবনে খাওয়া ছাড়া ওরা আর কোনো কাজ করে না।

►► পিঁপড়েরা যেখানে বাস করে তাদের পিঁপড়ে কলোনি বলে। একটা কলোনিতে একজন রানী পিঁপড়ে, কয়েকজন ছেলে পিঁপড়ে আর অসংখ্য কর্মী পিঁপড়ে থাকে।

►► কর্মী পিঁপড়েরা রানী আর বাচ্চা পিঁপড়ের দেখাশোনা করে। মাঝ বয়সে ওরা বেরোয় খাবার খুঁজতে। আর শেষ বয়সে ওরা সৈনিকের দায়িত্ব পালন করে। তখন ওরা পিঁপড়ে কলোনির নিরাপত্তা বজায় রাখে।

►► এক কলোনির পিঁপড়েরা অনেক সময় অন্য কলোনি আক্রমণ করে বসে। আক্রমণ করে অন্যদের জমানো খাবার, আর বাচ্চাদের নিয়ে যায়।

►► পিঁপড়েরা তাদের দেহের ওজনের দশগুণ বেশি ওজন বহন করতে পারে

►► পিঁপড়ের শরীর থেকে ফেরোমোনেস (Pheromones) নামক এক ধরনের গন্ধযুক্ত রাসায়নিক পদার্থ বের হয়। যখন ওরা কোথাও যায় তখন সারা রাস্তায় ওটা লেগে যায়। ফেরার সময় সেই গন্ধ শুকে শুকে কলোনিতে ফিরে আসে।
►► পৃথিবীর সবচেয়ে দুর্লভ মৌল হলো "এস্তেতিন"!! সারা পৃথিবীতে মাত্র ২৮ গ্রাম এস্তেতিন আছে!!

►► আপনার শরীরে যে পরিমান কার্বন আছে তা দিয়ে ৯০০০ পেন্সিল বানানো যাবে!!

►► সোনা অনেক দুর্লভ!! দাম তো আকাশচুম্বী!! কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে যে পরিমান সোনা আছে(স্থলভাগ এবং জলভাগ মিলিয়ে) তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে(শুধু স্থলভাগ) হাঁটু পরিমান উচ্চতা হবে!!

►► ফেব্রুয়ারী ৫ হচ্ছে আন্তর্জাতিক চুমু দিবস!! কে কে জানতেন ??

►► পৃথিবীর সবচেয়ে দীর্ঘ চুমুর রেকর্ড হচ্ছে ৩৩ ঘন্টা ১৮ মিনিট ৩৩ সেকেন্ড!! এটা করা হয়েছিলো ২০১০ সালের ভ্যালেন্টাইনস ডে তে!! এই যুগলকে(ছেলে এবং মেয়ে উভয়কে) পরে অক্সিজেন দিয়ে ট্রিটমেন্ট দিতে হয়েছিলো!!
আপনি জানেন কি, বাচ্চারা অন্যান্য সময়ের চেয়ে বসন্তকালে দ্রুত বড় হয় ??

►► হেঁটে হেঁটে সূর্যে যেতে চান ?? ২০০০ বছর সময় লাগবে!! হাঁটতে হবে মিনিটে ৯০-১০০ কদম গতিতে!!

►► রাবার ব্যান্ড ফ্রিজে রেখে দিলে বেশিদিন টিকে!!

►► বিশ্বের বৃহত্তম চুল রপ্তানিকারক দেশ ভারত!!

►► সুইজারল্যান্ডে শব্দ করে গাড়ির দরজা আটকানো বেআইনি!!
►► এক কলোনির পিঁপড়েরা অনেক সময় অন্য কলোনি আক্রমণ করে বসে!! আক্রমণ করে মূলত অন্য কলোনিতে জমানো খাবার আর বাচ্চাদের নিয়ে যেতে!!
►► টাইগার শার্ক (হাঙরের একটি প্রজাতি) এর বাচ্চারা মায়ের পেটে থাকাকালীন অবস্থায় একে অপরের সাথে মারামারি শুরু করে।। যেটা বেঁচে থাকে সেটা জন্ম নেয়।। অন্যটা পেটেই মারা যায়!!

►► একটা মানুষের শরীরের সবটুকু রক্ত খেয়ে ফেলতে কয়টি মশার প্রয়োজন জানেন ?? ১,২০০,০০০!!

►► ব্রাজিলে বর্তমানে ৪ মিলিয়নেরও বেশি গাড়ি "গেসোহল" নামক জ্বালানি দিয়ে চলছে।। এই "গেসোহল" নামক জ্বালানীটি তৈরি হয় আখ বা Sugarcane থেকে!!

►► মাধ্যাকর্ষণ শক্তির কারনে, চাঁদ যখন ঠিক মাথার উপরে থাকে তখন পৃথিবীতে উপস্থিত সকল বস্তুর ওজনই খানিকটা কমে যায়!!

►► আপনি যদি খুব বেশি পরিমাণ গাজর খান তবে আপনার গাঁয়ের রঙে কিছুটা পরিবর্তন চলে আসবে!!

►► একজোড়া হাতির দাঁতের ওজন ৯ পাউন্ড পর্যন্ত হতে পারে!!
►► যারা স্বপ্ন মনে রাখতে পারেন না তাদের ধারণা তারা স্বপ্ন দেখে না। আসলে প্রত্যেকে স্বপ্ন দেখে।

►► ঘুম ভেঙ্গে যাবার ৫ মিনিট পর স্বপ্নের অর্ধেক স্মৃতি লোপ পায়। দশ মিনিট পর স্বপ্নের ৯০ ভাগ লোপ পায়। স্বপ্ন লিখে রাখুন যদি আপনি মনে রাখতে চান।

►► কিছু লোক (প্রায় ১২ ভাগ) সাদা কালো স্বপ্ন দেখে যখন অন্যরা (বাকি ৮৮ ভাগ) রঙিন স্বপ্ন দেখে।

►► স্বপ্ন হচ্ছে দৃশ্যমান কোনো বস্তু অপেক্ষা বেশি কিছু এবং অন্ধ লোকও স্বপ্ন দেখে। অন্ধ লোকটি স্বপ্নে ছবি দেখতে পারে কি না তা নির্ভর করে তারা জন্মকালীন অন্ধ বা জন্মের পর দৃষ্টিশক্তি হারিয়েছে কি না তার ওপর।

►► স্বপ্ন চলতে থাকার সময় যদি আপনি জেগে যান তবে আপনি সারা রাত ঘুমালে স্বপ্ন যেটুকু মনে রাখতে পারতেন তা অপেক্ষা বেশি মনে রাখতে পারবেন।

►► জাপানের গবেষকরা আবিষ্কার করেছেন এমন এক যন্ত্র যা মনের চিন্তাভাবনার চিত্র দেখতে এমনকি স্বপ্নকে ভিডিও চিত্রের মাধ্যমে দেখাতে সক্ষম।
►► ব্রাজিলে এক ধরনের প্রজাপতি পাওয়া যায় যাদের শরীরের রঙ ও গন্ধ হুবহু চকোলেটের মত!!

►► সাপ যে সমস্ত প্রাণী মাংস খায় তাদের মাংসাশী প্রাণী বলে!! তবে প্রায় প্রতিটি মাংসাশী প্রাণীই কিছু না কিছু উদ্ভিদ জাতীয় খাবার খেয়ে থাকে!! কিন্তু এই সাপ হচ্ছে সত্যিকারের মাংসাশী প্রাণী, এরা মাংস ছাড়া আর কোনো কিছুই খায় না!!

►► কুমির চিবোতে পারে না!! শিকারকে ধরার পর সরাসরি গিলে ফেলে!!

►► থাইল্যান্ডে ঘুড়ি ওড়ানো এক ধরনের পেশাদার খেলা!!

►► হাসার জন্য ব্রেন এর পাঁচটি অংশের কার্যক্রম এর প্রয়োজন হয়!! তাই হাসাটা এত সহজ নয়!!

►► একজন সুস্থ স্বাভাবিক একজন মানুষের পক্ষে তার নিজের কনুই চাটা একেবারেই অসম্ভব!!
►► টাইগার শার্ক (হাঙরের একটি প্রজাতি) এর বাচ্চারা মায়ের পেটে থাকাকালীন অবস্থায় একে অপরের সাথে মারামারি শুরু করে।। যেটা বেঁচে থাকে সেটা জন্ম নেয়।। অন্যটা পেটেই মারা যায়!!

►► একটা মানুষের শরীরের সবটুকু রক্ত খেয়ে ফেলতে কয়টি মশার প্রয়োজন জানেন ? ১,২০০,০০০!!

►► ব্রাজিলে বর্তমানে ৪ মিলিয়নেরও বেশি গাড়ি "গেসোহল" নামক জ্বালানি দিয়ে চলছে।। এই "গেসোহল" নামক জ্বালানীটি তৈরি হয় আখ বা Sugarcane থেকে!!

►► মাধ্যাকর্ষণ শক্তির কারনে, চাঁদ যখন ঠিক মাথার উপরে থাকে তখন পৃথিবীতে উপস্থিত সকল বস্তুর ওজনই খানিকটা কমে যায়!! (খুবই সামান্য)

►► আপনি যদি খুব বেশি পরিমাণ গাজর খান তবে আপনার গাঁয়ের রঙে কিছুটা পরিবর্তন চলে আসবে!!

►► একজোড়া হাতির দাঁতের ওজন ৯ পাউন্ড পর্যন্ত হতে পারে!!
ভেনেজুয়েলার "অ্যাঞ্জেল ফলস" হলো পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত!! এর উচ্চতা ৩২১২ ফিট অর্থাৎ ৯৭৯ মিটার!!

►► প্রতি বছর ভ্যালেন্টাইন ডে তে সর্বমোট ১৮০ মিলিয়ন কার্ড আদান প্রদান হয়!!

►► প্রতি বছর ভারতে প্রায় ৩০০ মিলিয়ন ছবির টিকেট বিক্রি হয়ে থাকে!!

►► একটি মানুষ একদিনে(২৪ ঘণ্টায়) প্রায় ৪৮৫০টি শব্দ উচ্চারণ করে থাকে!! (লক্ষ্য করুনঃ হিসেবটা গড় করে করা, তাই কম বেশি থাকাটাই স্বাভাবিক)

►► দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধাতুর স্বল্পতার কারনে, ঐ সময়ের অস্কারের খেতাব স্বরূপ মূর্তিটি কাঠের তৈরি ছিল!!

►► একটা আজব তথ্য দেই এখন, হিটলারের জন্মের পূর্বে উনার মা Abortion এর সিদ্ধান্ত নিয়েছিলেন!! কিন্তু, শারীরিক ত্রুটির কারনে ডাক্তাররা রাজি হন নি!!
►► একজন মানুষ কোনো খাবার না খেয়ে বাঁচতে পারে এক মাস, কিন্তু পানি পান না করলে এক সপ্তাহের বেশি বাঁচতে পারে না!!

►► প্রতি এক হাজার সামুদ্রিক কচ্ছপ ছানার মধ্যে মাত্র একটি ছানা জন্মের পর টিকে থাকতে পারে!!

►► আমরা তো খাবার খেয়েই ভাবি কাজ শেষ!! এ খাবার পুরোপুরি হজম করতে পেটের কতক্ষণ সময় লাগে জানেন?? প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা!!

►► নীল চোখের মানুষ অন্ধকারে ভালো দেখতে পায়!!

►► একজন মানুষ এর পক্ষে কখনই চোখ খোলা রেখে হাঁচি দেয়া সম্ভব না!! (চেষ্টা করে দেখুন!!)

►► সবচেয়ে মজার তথ্যটি দিচ্ছি এখন, প্রাচীনকালে রোমান সৈন্যরা এক ধরনের বিশেষ পোশাক পরত, এখন মেয়েদের কাছে ওই বিশেষ পোশাকটাই ব্যাপকভাবে জনপ্রিয়!! পোশাকটার নাম স্কার্ট!!
►► "এল ক্লাসিকো" হলো একটি ফুটবল ম্যাচ যা স্পেনের দুটো ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে হয়ে থাকে!!

►► বার্সেলোনা ফুটবল ক্লাবটি গঠিত হয় ১৮৯৯ সালে!! অপরদিকে রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব গঠিত হয় ১৯০২ সালে!!

►► বিভিন্ন প্রতিযোগিতা মূলক খেলায় এই পর্যন্ত ২১৫ বার এই দুই দল পরস্পরের মোকাবেলা করেছে(ফ্রেন্ডলি ম্যাচ বাদ দিয়ে)!! যেখানে রিয়াল মাদ্রিদ ৮৬টি খেলায় জয়লাভ করে এবং বার্সেলোনা জিতে ৮৪টি।। অপর ৪৫টি খেলা ড্র হয়।।

►► রিয়াল মাদ্রিদের সর্বমোট ট্রফির সংখ্যা ৭৪টি!! এর মাঝে রয়েছে, ৩১টি লা লিগা শিরোপা,
৯টি ইউরোপিয়ান কাপ(চ্যাম্পিয়নস লিগের প্রাক্তন নাম) ১৮টি কোপা ডেল রে শিরোপা, ৮টি স্প্যানিশ সুপার কাপ, ইত্যাদি!!

►► অপরদিকে, বার্সেলোনার জেতা সর্বমোট ট্রফির সংখ্যা ৭২টি!! এর মাঝে রয়েছে, ২১টি লা লিগা শিরোপা, ৪টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা, ২৫টি কোপা ডেল রে শিরোপা, ১০টি স্প্যানিশ সুপার কাপ শিরোপা!!

►► পৃথিবী জুড়ে প্রতি বছর গড়ে প্রায় ৩০০ মিলিয়ন মানুষ এই দুই দলের খেলাটি উপভোগ করে থাকে!!
►► বিমানের পেছনের অংশ বসার জন্য সবচেয়ে নিরাপদ স্থান!!

►► প্রতি বছর প্রায় ২০-২৫ লাখ ব্যাঙ মারা যায় জীববিজ্ঞান প্রাকটিক্যাল করার জন্য!!

►► শুধু মানুষ নয়, আয়না দেখে নিজেদের চিনতে পারে আরো দুটো প্রানি, শিম্পাঞ্জি এবং ডলফিন!!

►► সৌদি আরবের পতাকা কখনোই কোনো অবস্থাই অর্ধনমিত করা হয় না।। কারন, এতে পবিত্র কালেমা রয়েছে।।

►► "গ্রহরাজ" হিসেবে পরিচিত "বৃহস্পতি" গ্রহটি পৃথিবীর চেয়ে ১৩০০ গুন বড়!!

►► একজন মানব শিশু হাঁটা শেখার পূর্বে গড়ে ১৫০ কিলোমিটারের মতো হামাগুড়ি দেয়!!

(চলবে)



মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৫ সকাল ১১:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আলিম ভাই এই ধরনের পোস্টগুলোতে যদি তথ্যসুত্র উল্লেখ্য করে দেন, তাহলে ভালো হয়। ধন্যবাদ।

৩০ শে মে, ২০১৫ বিকাল ৪:৩৮

সৃষ্টিশীল আলিম বলেছেন: প্রথমত, উত্তর দিতে দেরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
দ্বিতীয়ত, কষ্ট স্বীকার করেআমার লেখাটি পড়ার জন্য অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি।
তৃতীয়ত, পরবর্তী পোস্টে অবশ্যই লিংক দেওয়ার চেষ্টা করব।

আপনার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা সতত।

২| ২৯ শে মে, ২০১৫ সকাল ১১:৫৭

শতদ্রু একটি নদী... বলেছেন: ওরে ওরে, ব্যাপক!!

দ্বিতীয় ভালোলাগা :)

৩০ শে মে, ২০১৫ বিকাল ৪:৩৯

সৃষ্টিশীল আলিম বলেছেন: বন্ধুবর, হৃদয় নিংড়ানো ভালোবাসা জানবেন।

৩| ২৯ শে মে, ২০১৫ দুপুর ১২:০১

ফেরদাউস আল আমিন বলেছেন: রিপিট হয়েছে অনেক স্থানে, যদিও তথ্য উপাত্ত্ ভাল।

৩০ শে মে, ২০১৫ বিকাল ৪:৪২

সৃষ্টিশীল আলিম বলেছেন: অনেক বেশি তথ্য তো, সন্নিবেশের সময় চোখে মনে হয় বিভ্রাট হয়েছিল।
সংশোধন করে নেব।

অনেক অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা সতত।

৪| ২৯ শে মে, ২০১৫ দুপুর ১২:৪৭

সুমন কর বলেছেন: চমৎকার সব তথ্য জানলাম। !:#P

কিছু পয়েন্ট ২ বার করে এসেছে।

তথ্যের উৎস ছাড়া এ ধরনের পোস্ট পরিপূর্ণতা পায় না। যদিও নেট থেকে বিভিন্ন সাইট বা ফেবুর পাতা থেকে সংগ্রহ করেছেন।

শুভ দুপুর।

৩০ শে মে, ২০১৫ বিকাল ৪:৪৪

সৃষ্টিশীল আলিম বলেছেন: *** এই তথ্য এবং উপাত্তগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি- এই সত্য স্বীকার করতে কখনই কার্পণ্যবোধ করি না।

*** পরবর্তী পোস্টে অবশ্যই লিংক দেওয়ার চেষ্টা করব।

*** আপনার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ। হৃদয় নিংড়ানো ভালোবাসা জানবেন।

৫| ২৯ শে মে, ২০১৫ দুপুর ১:৫৭

ইমরান আশফাক বলেছেন: বাহ্, ভালো না লেগে আর পারলো না।

৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০০

সৃষ্টিশীল আলিম বলেছেন: হৃদয় নিংড়ানো ভালোবাসা জানবেন।

আজকের সবটুকু ভালো লাগাই রইলো আপনার তরে। শুভ কামনা সতত।

৬| ২৯ শে মে, ২০১৫ বিকাল ৪:৪১

ইটস আনডিফাইন্ড আইডি বলেছেন: ভাল হয়েছে.....ধন্যবাদ....নতুন কিছু জানানোর জন্য

৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০১

সৃষ্টিশীল আলিম বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ। অফুরন্ত ভালোবাসা ও শুভ কামনা রইল।

৭| ২৯ শে মে, ২০১৫ বিকাল ৫:৩৫

ফেরদৌসা রুহী বলেছেন: কত কিছুই আমরা জানিনা আবার সব কিছু জানা সম্ভবও না।
অনেক ধন্যবাদ অজানা ও বিস্ময়কর কিছু শেয়ার করার জন্য।

৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১০

সৃষ্টিশীল আলিম বলেছেন: আজকের পৃথিবীতে ফোটা সকল ফুলের সুবাস ছুঁয়ে যাক আপনার হৃদয়ের গোপন দহলিজ।

কষ্ট স্বীকার করেআমার লেখাটি পড়ার জন্য অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি।

আপনার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ।

শুভ কামনা সতত।

৮| ২৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:২০

অঅস্বাভাবিক এক মানুষ আমি বলেছেন: ধন্যবাদ ভাই, চমৎকার পোষ্ট।

৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

সৃষ্টিশীল আলিম বলেছেন: এক সমুদ্র ভালোবাসা রইল, সেই সাথে শুভ কামনা ।

৯| ২৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:২০

সাদা মনের মানুষ বলেছেন:
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আলিম ভাই এই ধরনের পোস্টগুলোতে যদি তথ্যসুত্র উল্লেখ্য করে দেন, তাহলে ভালো হয়। ধন্যবাদ।

৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

সৃষ্টিশীল আলিম বলেছেন: *** কষ্ট স্বীকার করে আমার লেখাটি পড়ার জন্য অফুরন্ত ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি।

*** পরবর্তী পোস্টে অবশ্যই লিংক দেওয়ার চেষ্টা করব।

*** আপনার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা সতত।

১০| ২৯ শে মে, ২০১৫ রাত ১০:২৫

জামাল হোসেন (সেলিম) বলেছেন: কাল্পনিক_ভালবাসা আর সাদা মনের মানুষের মত আমারও একই মন্তব্য। পোষ্টে কিছু তথ্যসূত্র থাকলে ভালো ছিল। কেননা কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো মনে হল কেহ ইচ্ছে করলে বানিয়েও লিখতে পারে।
তবে লেখককে এ পর্যন্ত কারো কোন মন্তব্যের প্রতি উত্তর করতে দেখলাম না। অবশ্য উনার প্রফাইল ঘুরে দেখতে পেলাম তিনি মন্তব্য কমই করেন। পোষ্ট প্রতি গড়ে ১টির ও কম। কি আর করা! চমৎকার একটি পোষ্ট পেয়েছি, এতেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। অনেক অজানা কথা জানতে পারলাম। এজন্য লেখককে ধন্যবাদ।
সন্দেহ জনক যেগুলো সেগুলোকে না হয় দূরেই সরিয়ে রাখলাম।
অধীর আগ্রহে পরবর্তী পোষ্টের অপেক্ষায়।

৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

সৃষ্টিশীল আলিম বলেছেন: প্রিয় জামাল হোসেন (সেলিম) ভাই,
একটু নেটওয়ার্কের বাহিরে ছিলাম বলে উত্তর দিতে দেরি হয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কষ্ট স্বীকার করে আমার লেখাটি এবং কমেন্টও আমার প্রোফাইল ঘুরে দেখার জন্য কেবলি হৃদয় নিংড়ানো ভালোবাসা। আজকের সকালের সবটুকু ভালোলাগাই রইল আপনার তরে।

পরবর্তী পোস্টে অবশ্যই লিংক দেওয়ার চেষ্টা করব।
তবে আপনার সাথে কেন যেন বন্ধুত্ব পাক্কা করতে মন চাইছে...

আপনার আপত্তি না থাকলে - Click This Link এতে এ্যাড দিতে পারেন। অবশ্যই ম্যাসেজে আপনার পরিচয়টা উল্লেখ করবেন।
আবারও ধন্যবাদ।

অনেক অনেক অনেক ধন্যবাদ।
শুভ কামনা সতত।

১১| ২৯ শে মে, ২০১৫ রাত ১১:০৬

কলমের কালি শেষ বলেছেন: বিশাল মজার তথ্যভান্ডার ।

৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২১

সৃষ্টিশীল আলিম বলেছেন: আবেগে আপ্লুত হলাম। কেবলি ভালোবাসা । শুভ কামনা সতত।

১২| ২৯ শে মে, ২০১৫ রাত ১১:০৯

ইমরান হক সজীব বলেছেন: জোস

৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২১

সৃষ্টিশীল আলিম বলেছেন: অনেক অনেক ধন্যবাদও শুভ কামনা

১৩| ২৯ শে মে, ২০১৫ রাত ১১:০৯

জ্বিনল্যান্ডের জ্বিন বলেছেন: পড়তে পড়তে আমি শেষ। আমারে কেউ ধর।

৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

সৃষ্টিশীল আলিম বলেছেন: ভাইজান, আমি তো এক সপ্তাহের প্রেসক্রিপশন করেছিলাম, আর আপনি একবারেই...। :) :D =p~ :P

কেবলি ভালোবাসা । শুভ কামনা সতত।

১৪| ৩০ শে মে, ২০১৫ রাত ৩:০২

আবদুর রব শরীফ বলেছেন: অনেক কিছু জানা, আবার অনেক কিছু নতুন করে জানলাম...

৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ।

অফুরন্ত ভালোবাসা ও শুভ কামনা

:D

১৫| ৩০ শে মে, ২০১৫ ভোর ৪:০৭

ভয়ংকর বিশু বলেছেন: ওরে কতোকিছু জানিনারে

৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

সৃষ্টিশীল আলিম বলেছেন: হা হা হা...


রবি ঠাকুরের কবিতার ভাষায়- ' বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি...'

অনেক অনেক অনেক ধন্যবাদ। অফুরন্ত ভালোবাসা ও শুভ কামনা রইল।

১৬| ৩০ শে মে, ২০১৫ সকাল ৯:৩২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার সব তথ্য।


কিন্তু মন্তব্যের উত্তর দিচ্ছেন না কেন?

৩০ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৭

সৃষ্টিশীল আলিম বলেছেন: উত্তর দিতে দেরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

বন্ধুবর, কষ্ট স্বীকার করে আমার লেখাটি পড়ার জন্য অফুরন্ত ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি।
এই তো উত্তর দিলাম ।

;)

শুভ কামনা সতত।

১৭| ৩০ শে মে, ২০১৫ দুপুর ১২:০১

অব্যক্ত স্লোগান বলেছেন: বাহ! তথ্যগুলো বেশ মজার ছিল, তবে ইংরেজি ভাষা এর সবচেয়ে ছোট বাক্য হিসেবে আপনি বলেছেন "I am." এই তথ্যে যোগ দিতে চাই যে "I do." ও আরেকটি ছোট বাক্য যেটা "I am." এর সমান।
প্লিজ বিবেচনা করে দেখুন।
ধন্যবাদ!
:)

৩০ শে মে, ২০১৫ বিকাল ৪:৫০

সৃষ্টিশীল আলিম বলেছেন: *** বন্ধুবর, কষ্ট স্বীকার করে আমার লেখাটি পড়ার জন্য অফুরন্ত ধন্যবাদ ও হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাচ্ছি।
*** আপনার মন্তব্য দেখে মনে হলো- আমি যদি ক্ষুদে পণ্ডিত হই আপনি হবেন মহাপণ্ডিত !

আবারও ধন্যবাদ ভালোবাসা ।

১৮| ৩০ শে মে, ২০১৫ বিকাল ৩:৪০

ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: বাহ্! তথ্যগুলো বেশ চমতকার। অনেক অজানা বিষয় জানতে পারলাম। লেখকে অশেষ ধন্যবাদ।

৩০ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৪

সৃষ্টিশীল আলিম বলেছেন: বন্ধুবর, কষ্ট স্বীকার করে আমার লেখাটি পড়ার জন্য অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি। শুভ কামনা সতত।

১৯| ৩১ শে মে, ২০১৫ রাত ১:১৩

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: মজা করে পড়লাম । ধন্যবাদ ভ্রাতা।

৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০০

সৃষ্টিশীল আলিম বলেছেন: আহা !

মধু দেওয়া ছিল যে ... ;)

:) :D B-) :-/ :P =p~ !:#P :#) :D

হৃদয় নিংড়ানো ভালোবাসা ।

২০| ৩১ শে মে, ২০১৫ রাত ২:৩৭

বাংলাদেশী দালাল বলেছেন: ব্যপক পোস্ট। সংগ্রহে রাখলাম।

৩১ শে মে, ২০১৫ বিকাল ৫:৫৮

সৃষ্টিশীল আলিম বলেছেন: আজকের পৃথিবীতে ফোটা সকল ফুলের সুবাস ছুঁয়ে যাক আপনার হৃদয়ের গোপন দহলিজ।

কষ্ট স্বীকার করেআমার লেখাটি পড়ার জন্য অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি।

আপনার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ।

শুভ কামনা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.