নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পর্ব - ২
পাওলি বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ওজনের নারী। ২০১২ সালের 'গিনেজ বুক অব ওয়াল্ড' রেকর্ড বুকে তার নাম উঠেছে বিশ্বের সবচেয়ে ওজনের নারী হিসেবে।
তার নাম পাওলিন পর্টার। তবে সবাই 'পাওলি' বলে ডাকে। তার বয়স ৪৭ বছর। পাওলি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর বাসিন্দা। তার ওজন ৩১৭ কেজি বা প্রায় ৮ মণ।
►► নেপাল একমাত্র দেশ যে দেশের পতাকা চতুর্ভুজ নয়!
►► পৃথিবীর এক তৃতীয়াংশই হলো মরুভূমি!
►► বিষ প্রয়োগে ঢলে পড়ার সময় পিঁপড়া সবসময় তার ডান দিকে ঢলে পড়ে!
►► ইঁদুর আর ঘোড়া কখনো বমি করেনা!
►► ঘোড়ার লেজ কাটা পড়লে সেটা মারা যায়!
►► ‘রিভার ডি’ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নদী!
►► আমেরিকার ওকল্যান্ড ব্রীজ পৃথিবীর বৃহত্তম ব্রীজ!
►► একটা মাছি কোনো খাবার খাওয়ার পর তা একবার বমি করে (উগড়ে দেয়)তারপর আবার খায়!
►► কলা এবং সবুজ আপেল ওজন কমাতে সাহায্য করে!
►► সূর্য পৃথিবী থেকে ৩৩০৩৩০ গুন বড়!
►► সিংহের গর্জন প্রায় ৫ মাইল দূর থেকেও শোনা যায়!! (আর হাওলার মাঙ্কির চিৎকার প্রায় ১০ মাইল দূর থেকে! কি বুঝলেন??)
►► শ্রীলংকা হচ্ছে একমাত্র অমুসলিম দেশ যেখানে টেলিভিশনে এবং রেডিওতে ৫ ওয়াক্ত আযান সম্প্রচার করা হয়ে থাকে!
►► অস্ট্রেলিয়াতে এক ধরনের কেঁচো পাওয়া যায় যা লম্বায় ১০ ফুট পর্যন্ত হতে পারে!
►► ৩০ বছরের পর থেকে মানুষের উচ্চতা আস্তে আস্তে কমতে থাকে!! তবে সেই প্রক্রিয়া খুবই ধীর গতির!
►► আপনি যদি আপনার মাথা দেয়ালের সাথে একটানা বাড়ি দিতে থাকেন তাহলে ঘণ্টায় ১৫০ ক্যালোরি শক্তি এতে ব্যায় হবে!
►► ডান হাতি মানুষ, বাম হাতি মানুষের চেয়ে গড়ে ৯ বছর বেশি বাঁচে!
►► পৃথিবীতে বছরে এরোপ্লেন দুর্ঘটনায় যত লোক মারা যায় তার চেয়ে বেশি মারা যায় গাধার আক্রমণে!
►► মারলবোরো কোম্পানির প্রথম মালিক ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন!
►► ভিনেগারে রাখলে মুক্তা খুব সহজেই গলে যায়!
►► বর্তমান সময়ে প্রতি ২ বিলিয়ন, আবারো জানাচ্ছি, প্রতি ২ বিলিয়নে মাত্র একজন মানুষ ১১৬ বা তার চেয়ে বেশি বছর বেঁচে থাকে!
►► আপনি কি জানেন, ম্যাচ আবিষ্কারের বহু পূর্বেই লাইটার আবিষ্কার হয়েছিলো??
►► অনেক বাচ্চার খেলার সাথী বারবি ডল (Barbie Doll) যদি একটি সত্যিকারের রমণী হতো তবে তার মেজারমেন্ট হতো 39-23-23, এবং তার উচ্চতা হতো ৭ ফুট ২ ইঞ্চি!!
(চলবে)
বি.দ্র. সর্বশেষের পোস্টে লিংক দেওয়া হবে।
-------------
৩০.০৫.২০১৫
মুনশি আলিম
Email: [email protected],
জাফলং, সিলেট
৩০ শে মে, ২০১৫ রাত ১০:০৬
সৃষ্টিশীল আলিম বলেছেন: বন্ধুবর, কেবলি ভালোবাসা ।
বন্ধুত্বের জন্য : Click This Link
২| ৩০ শে মে, ২০১৫ রাত ৯:৪৯
অঅস্বাভাবিক এক মানুষ আমি বলেছেন: জানা হল।
তবে প্রথম পরবে তথ্য ছিল বেশি সমৃদ্ধ।
ধন্যবাদ।
৩০ শে মে, ২০১৫ রাত ১০:১০
সৃষ্টিশীল আলিম বলেছেন: হা হা হা... ধন্যবাদ ।
বেশি লম্বা করলে অনেকেই ক্লান্ত হয়ে যান, এজন্যই ছোট করে দেওয়া
তবে আপনাদের আগ্রহ থাকলে পরর্তীতে বড় করে দেওয়া হবে।
আবারও ধন্যবাদ
৩| ৩০ শে মে, ২০১৫ রাত ৯:৫৪
শতদ্রু একটি নদী... বলেছেন: পাওলী কি তরুণী কালে চিকনা আর সুন্দরী ছিলেন? তার এই পথ বেছে নেয়ার রহস্য কি?
পোষ্ট ভাল্লাগছে।
৩১ শে মে, ২০১৫ বিকাল ৫:৪৯
সৃষ্টিশীল আলিম বলেছেন: বিশ্বরেকর্ড করবে তো তাই!
অনেক অনেক ধন্যবাদ
৪| ৩০ শে মে, ২০১৫ রাত ১০:২১
আজকের বাকের ভাই বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম
৩০ শে মে, ২০১৫ রাত ১১:২৬
সৃষ্টিশীল আলিম বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ ।
হৃদয় নিংড়ানো ভালোবাসা
৫| ৩০ শে মে, ২০১৫ রাত ১০:২৮
অঅস্বাভাবিক এক মানুষ আমি বলেছেন: প্রথম পরব ছিল বেশি দীর্ঘ।
তাই ক্লান্তি খানিকটা আসার মতই।
৩১ শে মে, ২০১৫ বিকাল ৫:৫২
সৃষ্টিশীল আলিম বলেছেন: আসলে আমি এক সপ্তাহের ডোজ দিয়েছিলাম... মাগার পাবলিক একদিনেই ...
৬| ৩১ শে মে, ২০১৫ রাত ১২:৩৯
তোজি বলেছেন: অনেক অজানা তথ্য জানা হয়ে গেলো ।
ধন্যবাদ
৩১ শে মে, ২০১৫ বিকাল ৫:৫৫
সৃষ্টিশীল আলিম বলেছেন: আজকের পৃথিবীতে ফোটা সকল ফুলের সুবাস ছুঁয়ে যাক আপনার হৃদয়ের গোপন দহলিজ।
কষ্ট স্বীকার করেআমার লেখাটি পড়ার জন্য অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি।
আপনার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ।
শুভ কামনা সতত।
৭| ৩১ শে মে, ২০১৫ রাত ১২:৫২
নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: সিংহের গর্জন প্রায় ৫ মাইল দূর থেকেও শোনা যায়!! (আর হাওলার মাঙ্কির চিৎকার প্রায় ১০ মাইল দূর থেকে! কি বুঝলেন??)
হাওলার মাঙ্কি কোন প্রজাতির মাঙ্কি ভ্রাতা?
৩১ শে মে, ২০১৫ বিকাল ৫:৫৭
সৃষ্টিশীল আলিম বলেছেন:
মাঙ্কি মনে হয় খাটাশ প্রজাতির ...।
৮| ৩১ শে মে, ২০১৫ রাত ৮:৪৪
মুদ্দাকির বলেছেন:
ভালো
৩১ শে মে, ২০১৫ রাত ৯:২৮
সৃষ্টিশীল আলিম বলেছেন: কেবলি ভালোবাসা
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০১৫ রাত ৯:২২
সুমন কর বলেছেন: জেনে গেলাম।