নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসির ব্যাস মাপতে চাইনি - তুমিই তো বললে-
সন্ধ্যার ছাদে নক্ষত্রের গরিব আলোতে লুটোপুটো খায় তোমার বনেদী হাসির শব্দগুচ্ছেরা
আমি আবেগে ঘন থেকে ঘনতর হয়ে উঠি
ক্রমশই অস্পষ্ট হয়ে উঠছে মনের আকাশের পঞ্চমীর চাঁদ -
--------------------
১৯.০৬.২০১৫
মুনশি আলিম
পূর্ব শিবগঞ্জ, সিলেট
©somewhere in net ltd.