![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালের কপোল ছুঁয়ে নক্ষত্রের আলোতে স্নান করে নীল ইচ্ছের গুচ্ছ পংক্তিমালা। এ এক তীব্র বনেদী যক্ষার দেশ! সমুদ্রের শীতল হাওয়ার গন্ডদেশ ছুঁয়ে কত ভোর শ্লোগান দিয়েছে অবেলায়- কে জানে সে মহতী কথামালার শানে নুযুল! নির্লিপ্ত শব্দমালার নিটোল পৃথিবীর মতো তোমার নৈর্ব্যক্তিক চোখ ইতিহাসের প্রাচীর খুঁড়তে খুঁড়তে মহাকালের নীল গালিচার প্রান্ত ছুঁয়েছে।
ঋষিদের কথার আতর মেখে হৃদয়কে স্নানাঘরে ধোয়ে দিয়েছে বিরহী বিকেল। আবেগের ফুলদানীতে মিঠেরোদ। অথচ
তার তেঁতো কথার ঘ্রাণ শুঁক শুঁকে সন্ধ্যা নামে জীবনের তুলসি তলায়- এ এক বিপন্ন স্বপ্নভূমি-ইচ্ছের ভূমিহীন ক্যানভাস।
২৫.০৭.২০১৫
মুনশি আলিম
পূর্ব শিবগঞ্জ, সিলেট
©somewhere in net ltd.