![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখতে সে খুব একটা খারাপ নয়। টানা টানা চোখ, স্বর্গের আবির মাখা ঠোঁট। সবচেয়ে বেশি আকর্ষণীয় তার ভুবন ভুলানো হাসি! উষ্ণ অভ্যর্থনা শেষে একটি ব্যক্তিগত কার্ড হাতে দিয়ে বললো- সময় হলে কল দিয়েন। আমার ভিতরে তখন গোপন উচ্ছ্বাসের নহরা ঢেউ খেলে যাচ্ছে। কিন্তু তাকে মোটেও বুঝতে দিলাম না
সন্ধ্যা সাতটার পর থেকেই মনের ভিতরের চাপা ইচ্ছেটা বলছে- এখনই কল দাও, এত দেরি করছো কেন? শুভ কাজে দেরি করতে নেই! শেষটায় অবুঝ মনকে আর মানাতে পারলাম না- কল দিয়েই দিলাম।
-হ্যালো, অপর দিক থেকে উত্তর এলো- আপনি কে? আমি…। – আপনি কে? – আমি…। আপনি কে? কিছুটা বিরক্ত হয়ে বললাম শুনতে পাচ্ছেন না- আমি…।
আমার পাশে বসা সবচেয়ে বিশ্বস্ত বন্ধুটি অট্ট হাসি দিয়ে বললো- তুই কি জানিস না সে কানে খাটো? আমি তখন মহাবিশ্বের সর্বোচ্চ বোকারাম ভাব নিয়ে বন্ধুটির দিকে তাকাই। অপর প্রান্ত থেকে তখনো সে বলেই চলছে- আপনি কে???
©somewhere in net ltd.