![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্ণই বটে! শ্বেতবর্ণ!! মোড়লের দেশে একুরিয়ামের মতো প্রতিহিংসা ক্ষমতার শরীর জুড়ে পূঞ্জীভুত হচ্ছে। ইতিহাসের গোপন ঘর থেকে মনুষ্যত্বের দামে সভ্যতা কেনা! কালের কপোল ছুঁয়ে উত্তর গোলার্ধের দিকে হেঁটে গিয়েছে কিছু মৌলিক জিজ্ঞাসা। শ্বেত চর্মই কী সভ্য হওয়ার মাপাঠি? বিবেকের নিরক্ষরেখা থেকে বিচ্যুতির ঢল নেমেছে, মহাকালের দর্পণে আমরা মনুষ্যত্বহীন আজিব সভ্য!
চিন্তার ঘোলাটে জলে এখানে সন্ধ্যা নামে। মানবতার পিঠ চুয়ে বর্ষার মতো নামে বৈষম্যের ঢল! এ কালের নব্য মানবতাবাদী ঋষি কি জানে প্রশ্নবিদ্ধ সভ্যতার মুখায়ব?
মানুষ আজ ক্ষমতার দাস; ইতিহাসের গায়ে স্বেচ্ছাচারিতার কালিমা লেপন করে আধুনিক সময়-সমুদ্রে গোপন কথন চুইয়ে পড়ে। বর্ণবৈষম্যে বড়ই করুণ হয়ে উঠছে একবিংশ শতাব্দীর শূন্যপুরাণ!
———————–
১০.০৮.২০১৫
পূর্ব শিবগঞ্জ, সিলেট
১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৫
সৃষ্টিশীল আলিম বলেছেন: কেবলি ভালোবাসা ।
২| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৯
শায়মা বলেছেন: সব রকম বৈষম্য দুর হোক!!!
১১ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৪
সৃষ্টিশীল আলিম বলেছেন: অফুরন্ত ভালোবাসা
৩| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৫
ওয়াহিদ সাইম বলেছেন: কাব্যিক সৌন্দর্য্যে প্রতিবাদ। ভালো লেগেছে।
১১ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৬
সৃষ্টিশীল আলিম বলেছেন: হৃদয় নিংড়ানো ভালোবাসা
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: বর্ণবৈষম্যে
সাম্রাজ্যবাদীতায়
সুশীলীয় মিথ্যায়
প্রহসন আর প্রতারণায়
বড়ই করুণ হয়ে উঠছে একবিংশ শতাব্দীর শূন্যপুরাণ!
++++++++++++++++++++