নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি এবং লেখি

সৃষ্টিশীল আলিম

ক্ষুদে সাহিত্যিক, সৃষ্টির নেশায় উন্মুখ

সৃষ্টিশীল আলিম › বিস্তারিত পোস্টঃ

এ হল সেই রং

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫১








ভাবের ফুলদানীতে মুঠো মুঠো মানবতা আটপৌরে সন্ধ্যায় ভেসে চলছে সংগঠন থেকে সংগঠনের ক্যামেরার অভিমুখে। হায়! নিরীহ সুরার মতো প্রতিশ্রুতির কথন সাদামাটা ভেল্কিবাজির দেশে মহাজাগতিক দুঃখের ফিরিস্তি ছড়ায়। বুড়োসুড়ো অচল জ্ঞানের আপেল দিয়ে মজমার রংকরণ চলে। আঁধারের শিকড় থেকে ভেসে আসে ভাতের ঘূর্ণি তুফানের মতো বিপন্ন সভ্যতার ছেনালি অট্টহাসি।

হৃদয়ের হাইওয়েতে ভেজা স্বপ্ন, ভেজা প্রার্থনা রাত্রিরে ডুবে যাওয়া ঘণ্টার শব্দের মতো আমূল স্তব্ধতায় স্পর্শ করে কালো রাত্রের মুখগহব্বর। মূলত প্রত্যাশার দুচোখ ধ্বংসস্তূপের মাঠ পেরিয়ে আমাদের নিষ্ফলা মৃত্তিকায় –সেই কখন থেকে জেগে... নিঃসঙ্গ সুড়ঙ্গের মতো বৈরাগী হাওয়ায় কান পেতে শুনি নীল রাত্রির গোপন কান্না।

মহাকালের আমসি বুক চুয়ে কিছু নীরবতা নীরবে ভেসে চলে মেঘের দেশে। স্বপ্ন জমে জমে হেথা গড়ে উঠেছে প্রত্যাশার নগরী। বাসর ঘরের আমেজ মাখানো দিনের মতো অন্ধকার ঠেলে ঠেলে মহাকালের বুকে প্রশ্ন বেড়েই চলে। মরীচাধরা বসন্তের কাছে আরও কিছু কথা ছিল-পরিবর্তনের খাঁচকাটা দেয়ালে তুলির আঁচরের কথা! রংয়ের কৌটোর কথা! এ হল সেই রং যা বদলে দিতে চায় অন্যকে, সমাজকে, দেশকে।


---------------------
১৫.০৮.২০১৫
মুনশি আলিম
পূর্ব শিবগঞ্জ, সিলেট


মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

Tuhin Hasan বলেছেন: এ হল সেই রং যা বদলে দিতে চায় অন্যকে, সমাজকে, দেশকে। 8-|

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৪

সৃষ্টিশীল আলিম বলেছেন: কেবলি ভালোবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.