নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পীর-ফকিরদের তুক-তাক ঝাড়-ফুঁকের ওপর খুব একটা আস্থা ছিল না বলে ফিজিও থেরাপি এক বিশেষজ্ঞ ডাক্তারের সরনাপন্ন হলাম। আমার সমস্যাগুলো বলতেই ডাক্তার খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, বিশেষ কৌশলে হাঁটালেন, দৌড়-ঝাঁপ করালেন। তারপর প্রেসক্রিপশন লেখার সময় মুচকি হেসে বললেন- “আপনার কিছুই হয়নি, সবই আপনার মনের দুর্বলতা”!
ডাক্তারের কথা আমার কেন যেন বিশ্বাস হলো না, আমি প্রেসক্রিপশন নিয়ে নিচে নেমে আসি। ভাবলাম আরেকজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখালে কেমন হয়! যে কথা সেই কাজ। চলে গেলাম রাগীব রাবেয়া মেডিকেলে। ডাক্তারকে সমস্যা বলামাত্রই ডাক্তার রক্ত, প্রস্রাব, ইসিজি, চেস্ট এক্সরেসহ চারটি পরীক্ষা দিলেন। যথাসময়ে পরীক্ষা শেষ হল। বিষণ্ন মনে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গেলাম। তিনি মনযোগ দিয়ে রিপোর্ট দেখলেন। রিপোর্টের দিকে চোখ রেখে কিছু প্রশ্নও করলেন। উত্তরও দিলাম।
এরপর প্রেসক্রিপশন লেখার সময় আমার বিষণ্ন মুখের দিকে তাকিয়ে একগুচ্ছ হাসলেন আর ক্ষীণ স্বরে বললেন-“ভয়ের কিছুই নেই। আপনি অকে আছেন”। ডাক্তারের একগুচ্ছ হাসি নিয়ে বেরিয়ে এলাম। দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকাই- দেখি শাদা মেঘের ভেলাগুলোও হাসছে।
পৃথিবীর সকল রোগীর মুক্তি ঘটুক। হৃদয় খুলে তারাও হাসুক আর সে হাসির সুবাস ছড়িয়ে পড়ুক কৌতূহলী পৃথিবীর আঙিনায়।
--------------
২৪.০৮.২০১৫
মুনশি আলিম
পাঠানটুলা, সিলেট
©somewhere in net ltd.