নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি এবং লেখি

সৃষ্টিশীল আলিম

ক্ষুদে সাহিত্যিক, সৃষ্টির নেশায় উন্মুখ

সৃষ্টিশীল আলিম › বিস্তারিত পোস্টঃ

পোয়াতি ইচ্ছের চিন্তাসূত্র

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭




যুবতি রাতের গায়ে হাত বুলিয়ে অঙ্ক কষি; কাব্যিক অঙ্কের নিঃসঙ্গতা বুনো হাওয়ার ঘ্রাণ নিয়ে শতাব্দী জয়ের পথে। সে এক অন্যরকম চিন্তার ভৌগোলিক ক্যানভাস। চোখের পাপড়ির স্পন্দন জুড়ে রূপ-রস-গন্ধহীন ভবিষ্যৎ। জীবনের আয়-ব্যয়ের খসড়া নিয়ে ধীর পায়ে নামে হিসেবের জল। বাস্তবতার কঠিন রসায়নে রোমন্থিত হয়। তাই- বিধবার আঁতুর ঘর দেখে আঁতকে উঠে না একালের সভ্যতার সূর্য।

পৃথিবী অর্থকষ্টে জেনেও ভাবের ঘরে ভালুক জ্বর। কষ্টখোর রাত্রির ব্যাকরণ ঘেঁটে হিসেবি জোছনার ঘ্রাণ; এ এক অদ্ভুত ভালোবাসার বিমূর্ত পেইনন্টিং!

দূরে কাম্য নয়
কাছে এলেও ভয়…


বিশ্বায়নের মুখোমুখি চেতনার সমৃদ্ধ ইতিহাস। ক্রান্তিকাল পেরিয়ে স্মৃতিভ্রষ্ট কিছু অদ্ভুত সময় জিজ্ঞাসু দৃষ্টিতে ঠাঁয় দাঁড়িয়ে। রোদনহীন দিকভ্রান্ত জোয়ারে ম্লান অনুভূতির সাতকাহন। আকাঙ্ক্ষার প্রচ্ছদ জুড়ে বয়সী সিদ্ধান্তের নগ্ন উল্লাস! বণিক সভ্যতার সদর দরজা খুললেই যন্ত্রযুগের উষ্ণ বাতাস লাগে। আঁধারের বুক কাঁপে; যে আঁধারে তলদেশ বেয়ে নামে পোয়াতি ইচ্ছের চিন্তাসূত্র। স্বপ্নের আবাসভূমিতে ইচ্ছে জাগলো- তাই বোধের দরজা খুলেই রাখলুম।


মুনশি আলিম
২৮.০১.২০১৬
পূর্বশিবগঞ্জ, সিলেট


মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৩

কাজী মেহেদী হাসান। বলেছেন: তাই- বিধবার আঁতুর ঘর দেখে আঁতকে উঠে না একালের সভ্যতার সূর্য।

পৃথিবী অর্থকষ্টে জেনেও ভাবের ঘরে ভালুক জ্বর। কষ্টখোর রাত্রির ব্যাকরণ ঘেঁটে হিসেবি জোছনার ঘ্রাণ; এ এক অদ্ভুত ভালোবাসার বিমূর্ত পেইনন্টিং!


বেশ লিখেছেন

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

সৃষ্টিশীল আলিম বলেছেন: হৃদয় নিংড়ানো ভালোবাসা জানবেন। শুভ কামনা সতত।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

ব্যাক ট্রেইল বলেছেন: ভাই, এখন দশটা বাইশ, এখন কি যুবতী রাত?
তাহলে পড়া শুরু করতাম …
অদ্ভুত ভালবাসার বিমূর্ত পেইন্টিং!!!
ভালো লাগছে, একটু কঠিন, তবে দারুণ!

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

সৃষ্টিশীল আলিম বলেছেন: :) :D =p~

আপনার হৃদয়ে যে একটু নাড়া দিয়েছে ওতেই আমার চলবে। অফুরন্ত ভালোবাসা জানবেন।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৯

তানজির খান বলেছেন: খুব ভাল লাগলো লেখা। আমার কাছে কবিতা মনে হল, শুধু গদ্য ঢঙে লেখা। শুভাকামনা রইল

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৩

সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ জনাব। ভালোবাসা জানবেন।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৭

কল্লোল পথিক বলেছেন: লেখাটা বেশ হয়েছে।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

সৃষ্টিশীল আলিম বলেছেন: নির্ভেজাল ভালোবাসার উষ্ণতায় ছুঁয়ে যাক আপনার হৃদয়ের গোপন দহলিজ। শুভ কামনা সতত।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫

ডি মুন বলেছেন: কষ্টখোর রাত্রির ব্যাকরণ ঘেঁটে হিসেবি জোছনার ঘ্রাণ; এ এক অদ্ভুত ভালোবাসার বিমূর্ত পেইনন্টিং

- চমৎকার।

প্রত্যেকটি লাইনই সুন্দর।


শুভকামনা রইল লেখকের জন্যে
ভালো থাকুন

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

সৃষ্টিশীল আলিম বলেছেন: হৃদয় নিংড়ানো ভালোবাসা জানবেন।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩

আমিই মিসির আলী বলেছেন: বণিক সভ্যতার সদর দরজা খুললেই যন্ত্রযুগের উষ্ণ বাতাস লাগে। আঁধারের বুক কাঁপে; যে আঁধারে তলদেশ বেয়ে নামে পোয়াতি ইচ্ছের চিন্তাসূত্র। স্বপ্নের আবাসভূমিতে ইচ্ছে জাগলো- তাই বোধের দরজা খুলেই রাখলুম।


মুগ্ধ হইলাম ভাই!
অসাধারণ।
+

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৬

সৃষ্টিশীল আলিম বলেছেন: :D :)

এক সমুদ্র ভালোবাসা জানবেন। শুভ কামনা সতত।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮

মারুফ তারেক বলেছেন: তাই- বিধবার আঁতুর ঘর দেখে আঁতকে উঠে না একালের সভ্যতার সূর্য

ভালো লাগল,
ভালো থাকবেন।

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১

সৃষ্টিশীল আলিম বলেছেন: অফুরন্ত ভালোবাসা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.