নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কী আশ্চর্য! চিন্তার অন্দরমহলে বয়স্ক দুশ্চিন্তারা এখনো গোঁফে তা দিয়ে চলছে।
আর কত?
দক্ষিণ এশিয়ার সমস্ত ক্লেদ হাঁটতে হাঁটতে জড়ো হয় চিন্তার রেসকোর্স ময়দানে-
হতাশার সৈন্যরা আন্দোলনে মেতে ওঠে; বিক্ষোভ, মানববন্ধন অতঃপর সংবাদ সম্মেলন!
বিশ্বায়নের দুর্বিষহ ভাষণে পৃথিবী পোয়াতি হয়ে ওঠে। সময়ের আঁতুড়ঘরে প্রসব করে ট্র্যাজেডি!
সভ্যতা দোহন করা ভোর আড় চোখে চায়; কালের কপোলে তিলক আঁকে।
রোদনের মহাবিশ্বে প্রত্যাশা পাড়ি দেয়-
কে জানে কোথায় মিলবে সভ্যতার সুবাতাস!
ইউরোপে যান্ত্রিক জীবনের কুটিল স্পর্শে মানবতার আজ ডায়াবেটিস!
উপকারের চিত্র- কেবলই ক্যামেরার লেন্স ভর করে হাঁটে পৃথিবীর পথে পথে।
কেউ জানে না-প্রকৃত মানবতার শরীরে আজ ভীষণ তাপ-
একফালি ব্যর্থতার কালো জোছনায়- একটি সোনালি সন্ধ্যা।
বিদগ্ধ সভ্যতাকে না জানিয়েই অন্ধকারের ঝুল বারান্দায় কতগুলো মৃত আশার কঙ্কাল ইতিহাসের প্রচ্ছদ খুঁড়ে বেরিয়ে আসে।
আবেগের তলানিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত কিছু স্বপ্ন-নৈতিকতার সমুদ্রে মুগ্ধতার জলপান করে এখনো বেঁচে আছে।
৩০.০১.২০১৬
পূর্বশিবগঞ্জ, সিলেট
৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮
সৃষ্টিশীল আলিম বলেছেন: ভালোবাসা জানবেন।
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫০
বিজন রয় বলেছেন: ভাল লেগেছে।++