নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিক্ষীত চোখ রাত্রির দরজা খুলে কিনে নেয় নিবিড় মৌনতা, নিস্তব্ধতায় অন্ধকার নড়েচড়ে বসে।
যুবতী রাত্রির আদুরে গায়ে অনুভূতির চাদর রেখে কান পেতে শুনি- মহাশূন্যের ধ্বনি,
না না বিজয়ের ধ্বনি-
ভেজা মুহূর্তে আকাশের উঠুন বেয়ে গড়িয়ে পড়ে সূর্যস্নাত শরীরের বনেদী গন্ধ
আহা! কতই না তৃষিত মনের জমিন; অথচ বহু বছর ধরেই আমাদের নিষ্ফলা মৃত্তিকায় নগ্ন পায়ে হাঁটে জল।
সময়ের হৃদপিণ্ডে একফালি সিদ্ধান্তের বাঁকা চাঁদ আঁধারের শিকড় মাড়িয়ে দূরের পথে-
যেথা বুক ভরা বিষণ্ন বাতাস আয়েশি চোখ মেলে এখনো প্রজাপতিহনন করে চলে।
মুনশি আলিম
০২.০৩.২০১৬
টিলাগড়, সিলেট
২| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৪
বিজন রয় বলেছেন: অসাধারণ!!!!
++++++
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
বাহ্। মুগ্ধতার পারদ আকাশছোঁয়া।