নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার শরীরের গন্ধ নিতে নিতে পৃথিবীর বুক
চিড়ে রাত নামলো ।
তুমি কেবল একটু ম্লান হাসলে।
সে হাসির ফল্গুধারায় লুকিয়ে থাকে পৃথিবীর
দুষ্প্রাপ্য সভ্যতা!
তোমার শরীরের কামুক গন্ধে পৃথিবী প্লাবিত
হয়, প্লাবিত হয় সক্ষম পুরুষের নিরক্ষীয় অঞ্চল!
অনুভূতির দেবি নড়েচড়ে ওঠে।
পৃথিবীর কলাবাগান
প্রাণ পায়, উষ্ণ হয়ে ওঠে- যখন আনন্দের সুঘ্রাণ
নিয়ে তুমি বলো- আহ্! উহ্!
ভেজা অন্ধকারে রুচির নহরা বয়ে চলে পৃথিবীর
পথেঘাটে ।
একালে পুরুষালি গন্ধের নিত্য খবরও রাখে যুবতী
পৃথিবী।
অন্ধকারের ঝুলবারান্দায় আকুলতা ব্যাকুলতার ঘরে
অহর্নিশ বাজার বসায়।
পৃথিবীর বয়স্ক উঠোন জুড়ে আবেগের বৃষ্টি
নামে।
কামের গন্ধ মুছতে মুছতে বুনো অন্ধকারের
গায়ে আষ্টেপৃষ্ঠে লেগে থাকে সভ্যতার নতুন
ইতিহাস।
---------------------
মুনশি আলিম
২৪.০৬.২০১৬
পূর্বশিবগঞ্জ, সিলেট
©somewhere in net ltd.