নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি এবং লেখি

সৃষ্টিশীল আলিম

ক্ষুদে সাহিত্যিক, সৃষ্টির নেশায় উন্মুখ

সৃষ্টিশীল আলিম › বিস্তারিত পোস্টঃ

সমুদ্রদেবি

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৫




সময় পেলেই সমুদ্রের কাছে যাই - ভোর, অপরাহ্ন, সন্ধায় কিংবা মধ্যরাতে
কিছু কথা না বললেই যে নয়!
রাত্রির পোশাক খুলতে খুলতে কথা হয়;
তন্দ্রার ভাব কেটে গেলে অস্থির নিশ্বাস ফেলে নীরব ব্যালকনিতে আবেগের পরাগায়ণ ঘটে
ভঙ্গুর সময়ের পাকস্থলিতে আর কিছু উদ্দীপনা লুকোচুরি করে, লুটোপুটো খায়।
সামুদ্রিকভাষা বিশ্বাসের মিশেলে আপন হয়ে ওঠে; অনেকটা জোছনার স্নিগ্ধ আলোর মতো।
দেশীয় বিশ্বাসের সুঘ্রাণ নিয়ে সময় চরাট করে
নৈতিকতার অন্ধগলিতে সমুদ্রের আলো-আঁধারি ভাষায় স্নান করে বয়স্ক পৃথিবী
সমুদ্র মানে সমুদ্র দেবি আর কী!
কবিতাগুচ্ছ এক এক করে জড়ো হতে থাকে সমুদ্রদেবির আলয়ে-
দেবির চিরায়ত জৌলুসে রাত্রির শরীরে জোয়ার নামে; সে জোয়ারে প্লাবিত হয় পৃথিবী এবং বিশ্বাসের অতিশায়ন।
শরীরী মায়াজাল খুলতে খুলতে দেবি আমাকে ডাকে-
কাছে এসো, আরো কাছে ... ।
উহ্! কী মায়াময় ডাক
নীরবতা ভেঙে দেবির কাছে যেতেই - উষ্ণ হয়ে ওঠে যুবতী রাত, আমিও।
-------------

মুনশি আলিম
10.09.2016
সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫১

আরিয়ান রাইটিং বলেছেন: নৈতিকতার অন্ধগলিতে সমুদ্রের আলো-আঁধারি ভাষায় স্নান করে বয়স্ক পৃথিব ।।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৩

সৃষ্টিশীল আলিম বলেছেন: নিরন্তর ভালোবাসা।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: দেবির চিরায়ত জৌলুসে রাত্রির শরীরে জোয়ার নামে; সে জোয়ারে প্লাবিত হয় পৃথিবী এবং বিশ্বাসের অতিশায়ন


ভালো লিখেছেন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২২

সৃষ্টিশীল আলিম বলেছেন: হৃদয় নিংড়ানো ভালোবাসা।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫০

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ কবিতা! খুবই ভাল লেখনী!


স্নিগ্ধ পাঠ!!!

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৫

সৃষ্টিশীল আলিম বলেছেন: অহর্নিশ ভালোবাসা। শুভকামনা সতত।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৭

বিজন রয় বলেছেন: আপনার পরিচ্ছন্ন লেখার ভক্ত আমি। আপনার লেখায় সবসময় একটি অর্থ থাকে।

আজকাল দেবী বানান দেবি কিনা আমার জানা নেই।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৭

সৃষ্টিশীল আলিম বলেছেন: বর্তমান বাংলা একাডেমির নতুন নিয়ম মতে দেবি বানান হ্রস-ই-কার দিয়ে লিখতে বলা হয়েছে।




ধন্য হলাম। ভালোবাসা অহর্নিশ।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২১

সজুসজীব বলেছেন: :-*

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪২

সৃষ্টিশীল আলিম বলেছেন: ভালোবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.