নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইস! এভাবে বলতে নেই। কী যে করো না তুমি!
আবেগের তলানীতে একটুকরো অনুযোগের শ্লেষ পৃথিবীর গোপন ব্যথার মেতো ভেসে ওঠে। সাম্প্রদায়িক বর্ণচোরা রঙ মেখেও তুমি সুন্দর, ভদ্র মার্জিত! সমাজে তোমার মূল্য হীরক তুল্য!
আর আমি?
সময় পেলেই শুভ্র জোছনায় হৃদয়কে নিংড়ে নিই; অস্তিত্বের ভাঁজ খুলে শুকোতে দেই মহাকালের মানবিক রোদের তাওয়ায়। শুকোতে শুকোতেই আমি আমি হয়ে ওঠি; অস্তিত্বের অবয়ব হয়ে ওঠে পরিপূর্ণ অসাম্প্রদায়িক, মানবিক এবং পরিপূর্ণ মানুষ!
---------------
মুনশি আলিম
14.09.2016
ভিত্রিখেল, রাধানগর, গোয়াইনঘাট, সিলেট
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৫
সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৫
বিজন রয় বলেছেন: অস্তিত্বের অবয়ব হয়ে ওঠে পরিপূর্ণ অসাম্প্রদায়িক, মানবিক এবং পরিপূর্ণ মানুষ!
গভীর বোধের একটি লাইন।++++++
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭
সৃষ্টিশীল আলিম বলেছেন: ভালোবাসা অহর্নিশ।
©somewhere in net ltd.
১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লিখেছেন।